Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে না! শুরু মেগা সচেতনতা কর্মসূচি, সাগরের পবিত্রতা বজায় রাখতে বড় আয়োজন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Gangasagar Mela 2026: ২০২৬ সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে প্রশাসন। সেই জন্য মেগা সচেতনতা কর্মসূচির সূচনা হয়েছে।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ নতুন বছর পড়তেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। এই মেলায় এসে কেউ যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করেন, সেই জন্য অভিযান শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও জিবিডিএ। ২০২৬ সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে প্রশাসন। সেই জন্য মেগা সচেতনতা কর্মসূচির সূচনা হয়েছে।
এখন থেকে প্রায় দুই সপ্তাহ পুণ্যার্থীদের এখানে আসবেন। শেষের দিকে ভিড় আরও বাড়বে। বাইরের রাজ্য থেকেও অনেক পুণ্যার্থী হাজির হবেন। তাঁরা যাতে প্লাস্টিক ব্যবহার না করেন সেই বার্তা দেওয়া হচ্ছে। এই কর্মসূচি সুষ্ঠভাবে পালন করতে এলাকায় ৯টি ট্যাবলোর ঘুরবে। এই ট্যাবলো ও টোটোগুলি গঙ্গাসাগর মেলার শেষ দিন পর্যন্ত প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে প্লাস্টিকমুক্ত মেলার প্রচার চালাবে।
advertisement
আরও পড়ুনঃ হাওড়াবাসীর জন্য গুড নিউজ! সাঁকরাইলে নতুন রেল টার্মিনাল গড়ছে দক্ষিণ-পূর্ব রেল, দূর হবে অনেক সমস্যা
এই নিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, “গঙ্গাসাগর মেলা আমাদের ভাবাবেগ ও গর্বের জায়গা। ২০২৬ সালের মেলাকে আমরা সম্পূর্ণ দূষণমুক্ত এবং সবুজ মেলা হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে বদ্ধপরিকর। প্রতিটি পুণ্যার্থী ও সাগরবাসীকে শপথ নিতে হবে যাতে এই পবিত্র ভূমি প্লাস্টিকমুক্ত থাকে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই নিয়ে প্রাশাসনিকভাবে জানানো হয়েছে, এই সচেতনতামূলক প্রচার কেবল একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ২০২৬ সালের গঙ্গাসাগর মেলার শেষ দিন পর্যন্ত সমগ্র সাগর জুড়ে এই ৯টি ট্যাবলোর মাধ্যমে প্রচারের পাশাপাশি মাইকিং, লিফলেট বিলি সহ এবং নিরন্তর সচেতনতা কর্মসূচি চালাবে। সাগরের পবিত্রতাকে বজায় রাখতে এমন আয়োজন বলে জানিয়েছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 02, 2026 12:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে না! শুরু মেগা সচেতনতা কর্মসূচি, সাগরের পবিত্রতা বজায় রাখতে বড় আয়োজন







