TRENDING:

West Bengal Municipal Corporation Election 2022: রাজনীতি থেকে সন্ন্যাস নয়, শিলিগুড়িতে পরাজয়ের পর বললেন অশোক ভট্টাচার্য

Last Updated:

West Bengal Municipal Corporation Election 2022: আমরা বাম রাজনীতি করি, আমাদের সন্ন্যাস নেওয়ার প্রশ্ন ওঠে না। আমরা আজীবন রাজনীতি করব, বললেন অশোক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: শিলিগুড়ির পুরভোটে (West Bengal Municipal Corporation Election 2022) কার্যত ধুয়ে গিয়েছে বিরোধীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, ইতিমধ্যে পুরবোর্ড দখল করার লক্ষ্য পূরণ করে ফেলেছে তৃণমূল। অর্থাৎ পৌঁছে গিয়েছে ২৪টি আসনের সংখ্যায়। জিতেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব (Siliguri Election)। পরাজিত হয়েছেন বাম জমানার মন্ত্রী ও বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য (Ashoke Bhattacharya)। কার্যত এক ঐতিহাসিক পালাবদলের মুখে দাঁড়িয়ে আছে শিলিগুড়ি (West Bengal Municipal Corporation Election 2022)। বামেদের শেষ ঘাঁটির পালাবাদল মাথায় নিয়ে কী বলবেন, অশোক ভট্টাচার্য, তাই নিয়ে কিন্তু নজর ছিল সকলেই।
অশোক ভট্টাচার্য। ফাইল ছবি
অশোক ভট্টাচার্য। ফাইল ছবি
advertisement

পরাজয়ের পর বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বললেন অশোক ভট্টাচার্য (Ashoke Bhattacharya)। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কী এ বার রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন অশোক ভট্টাচার্য। তিনি বললেন, বামেদের সন্ন্যাস নেওয়ার কোনও প্রশ্নই নেই। আমরা বাম রাজনীতি করি, আমাদের সন্ন্যাস নেওয়ার প্রশ্ন ওঠে না। আমরা আজীবন রাজনীতি করব। মৃত্যুর সময় পর্যন্ত আমাদের সঙ্গে লাল পতাকা থাকবে, তাই সন্ন্যাস নেওয়ার প্রশ্নই আসে না।

advertisement

আরও পড়ুন: Live Updates: বাংলায় ফের সবুজ ঝড়, বিরোধীদের ধরাশায়ী করে ৪ পুরনিগম দখলের পথে তৃণমূল

কিন্তু কেন এই পুর নির্বাচনে এমন পরাজয় (West Bengal Municipal Corporation Election 2022)। ভোটের দিন অশোক ভট্টাচার্য নিজেই বলেছিলেন, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে শিলিগুড়িতে। তাই রিগিংয়ের অভিযোগ খাটে না। অশোক বললেন, আমরা দেখেছি, আমাদের ভোটটা বিজেপিতে চলে গিয়েছিল, সেই ভোট আবারও আমাদের কাছে ফিরে আসবে বলে ভেবেছিলাম। কিন্তু তা আসনেনি, পুরোটাই তৃণমূলে চলে গিয়েছে। আমরা এটা আশা করিনি। আমাদের নিজেদের মধ্যে পর্যালোচনা করতে হবে, তার পর বিষয়টি নিয়ে চিন্তা করা যাবে। তিনি জানিয়েছেন, পুরভোটের ফল নিয়ে দলের অন্দরে পর্যালোচনা করবে বামেরা। পাশাপাশি, তিনি আশার কথাও বলেছেন, বলেছেন, বামেদের ভোট শতাংশের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

advertisement

আরও পড়ুন: ম্যাজিক দেখালেন গৌতম, পর্যুদস্ত অশোক, শিলিগুড়ির 'খেলা'য় বাজিমাত তৃণমূলের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজনীতির বৃত্ত সম্পূর্ণ করে এ বার পুরভোটে জয় পেয়েছেন গৌতম দেব। তাঁর জয় নিঃসন্দেহে এক তরঙ্গ তৈরি করবে উত্তরের রাজনীতিতে। তিনি অশোক ভট্টাচার্যের পরাজয় নিয়ে বলেছেন, অশোক বাবু এখন অবসরের সময়ে পৌঁছে গিয়েছেন। তাঁর বোঝা উচিত, একটা বয়সের পর অবসর নেওয়া উচিত। তাঁকে আর কিছু বলার নেই।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Municipal Corporation Election 2022: রাজনীতি থেকে সন্ন্যাস নয়, শিলিগুড়িতে পরাজয়ের পর বললেন অশোক ভট্টাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল