দুর্গাপুজো সম্পন্ন হতেই রাজ্যের বিভিন্ন বাড়িতে বাড়িতে লক্ষ্মীপুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জোরকদমে চলছে কেনাকাটা। এই পরিস্থিতিতে বাধ সাধছে বৃষ্টি। সকাল থেকে জলপাইগুড়িতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, আকাশের মুখ ভার। ফলে সেই অর্থে ক্রেতা আসছেন না। এর জেরে প্রতিমা, পুজোর উপকরণ থেকে শুরু করে শাক সবজি, ফল, ফুল নিয়ে বসে থাকা ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে।
advertisement
আরও পড়ুনঃ রবিবাসরীয় সকালে টানটান অ্যাকশন! নাটকীয় অভিযানে বহরমপুরে গ্রেফতার ৩, উদ্ধার হল..! বড়সড় সাফল্য পুলিশের
জলপাইগুড়ির লক্ষ্মীপুজোর বাজারে স্পষ্ট দুর্যোগের প্রভাব। সেই অর্থে ক্রেতাদের ভিড় নেই। দু-চারজন কেনাকাটা করতে আসছেন। দ্রুত জিনিসপত্র কিনে ফিরে যাচ্ছেন। ফলে ব্যবসার পসরা সাজিয়ে বসা মানুষগুলি বেজায় চাপে পড়েছেন।
এদিকে দুর্গাপুজো মিটতেই উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী বৃষ্টির জেরে উত্তাল তিস্তা। বানভাসি বহু এলাকা। তিস্তাপাড়ের অনেকের মনে এখন থেকেই উঁকি দিতে শুরু করেছে সেই ৬৮-র স্মৃতি। ৪ অক্টোবর লক্ষ্মীপুজোর আগের রাতে এক ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলেন জলপাইগুড়ির বাসিন্দারা। আজ লক্ষ্মীপুজোর বাজার সেই স্মৃতি উঁকি দিচ্ছে।