ধৃত দু’জন সম্পর্কে মা ও মেয়ে আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ। অভিযোগ, তাঁরা দু’জনে মিলে আত্মীয় এক মহিলা সম্পর্কে তাঁদের পিসিশাশুড়ি সুমিতা ঘোষকে খুন করেছে এই মা ও মেয়ে।
২০২১ সালে ৩ জুলাই শিলিগুড়ির সুভাষপ্ললিতে মামা শ্বশুরের বাড়িতে স্বামীর সঙ্গে এসেছিলেন ফাল্গুনী ঘোষ। ৮ অগাস্ট পর্যন্ত মামা শ্বশুরের বাড়িতেই ছিলেন তিনি। অসমে শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পর মামা সুব্রত ঘোষ দেখতে পান তাঁর স্ত্রীর সোনার চেন-সহ আলমারি থেকে সোনার অন্য গয়না উধাও। সঙ্গে নগদ ২৫ হাজার টাকাও।
advertisement
এরপর ১৩ অগাস্ট ২০২১-এ শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে পুলিশ ফাল্গুনী ঘোষকে জেরা করতেই রহস্য সামনে আসে। জেরায় চুরির কথা স্বীকারও করে। পুলিশ গ্রেফতার করে ফাল্গুনীকে। চার দিন জেল হেফাজতেও ছিলেন ফাল্গুনী। পরে জামিনে ছাড়া পান। বছর আড়াই আগে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ৪৯৮ মামলা রুজু করে।
আরও পড়ুন: লাইভ কনসার্ট চলছে অরিজিতের, হঠাৎ ফোন এল বাবার! ফোন ধরে গায়ক কী বললেন জানেন? অরিজিৎকে এমন কেউ দেখেননি
মামলা বারাসাত আদালতে বিচারাধীন। কুমোরটুলি কেসে অভিযুক্ত ফাল্গুনীর ফাঁসির দাবি করেছেন ভাসুর সপ্তক ঘোষ। শিলিগুড়িতে চুরি কেসের মামলাকারীর আইনজীবী চিন্ময় সাহাও বলেন, ফাল্গুনীর মধ্যে একটা অপরাধের প্রবণতা লক্ষ্য করা যায়। গতকালই ওই মহিলার টুকরো টুরকো দেহ উদ্ধার হয়।
পার্থপ্রতিম সরকার