Arijit Singh Concert: লাইভ কনসার্ট চলছে অরিজিতের, হঠাৎ ফোন এল বাবার! ফোন ধরে গায়ক কী বললেন জানেন? অরিজিৎকে এমন কেউ দেখেননি

Last Updated:
Arijit Singh Concert: বাংলার ছেলে এখন গোটা বিশ্বের তাবড় সঙ্গীতশিল্পীদের একজন। কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন গান গেয়ে। দেশের এক নম্বর গায়ক, তিনি অরিজিৎ সিং।
1/9
বাংলার ছেলে এখন গোটা বিশ্বের তাবড় সঙ্গীতশিল্পীদের একজন। কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন গান গেয়ে। দেশের এক নম্বর গায়ক, তিনি অরিজিৎ সিং।
বাংলার ছেলে এখন গোটা বিশ্বের তাবড় সঙ্গীতশিল্পীদের একজন। কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন গান গেয়ে। দেশের এক নম্বর গায়ক, তিনি অরিজিৎ সিং।
advertisement
2/9
সেই অরিজিতের একটি অদেখা দিক এবার জনসমক্ষে চলে আসায় শোরগোল পড়ে গেল।
সেই অরিজিতের একটি অদেখা দিক এবার জনসমক্ষে চলে আসায় শোরগোল পড়ে গেল।
advertisement
3/9
অরিজিৎ সিংয়ের ব্যবহারে হতবাক আট থেকে আশি সকলেই। বাবা-মা-স্ত্রী ও পরিবারের প্রতি তাঁর দায়িত্ববোধ, সকলের নজর কাড়ে।
অরিজিৎ সিংয়ের ব্যবহারে হতবাক আট থেকে আশি সকলেই। বাবা-মা-স্ত্রী ও পরিবারের প্রতি তাঁর দায়িত্ববোধ, সকলের নজর কাড়ে।
advertisement
4/9
এই অরিজিৎ সিং-ই এক অদ্ভুত কাণ্ড ঘটালেন। নিঃশব্দে এক বিরাট শিক্ষা দিয়ে গেলেন সকলকে।
এই অরিজিৎ সিং-ই এক অদ্ভুত কাণ্ড ঘটালেন। নিঃশব্দে এক বিরাট শিক্ষা দিয়ে গেলেন সকলকে।
advertisement
5/9
অরিজিতের বাবা একাই থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সময় পেলেই বাড়ি চলে যান। বাবাকে সময় দেন। শুধু তাই নয়, বাবাকে কাজের মধ্যেও সময় দেন বিখ্যাত গায়ক।
অরিজিতের বাবা একাই থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সময় পেলেই বাড়ি চলে যান। বাবাকে সময় দেন। শুধু তাই নয়, বাবাকে কাজের মধ্যেও সময় দেন বিখ্যাত গায়ক।
advertisement
6/9
সম্প্রতি তারই প্রমাণ মিলল তাঁর চণ্ডীগড়ের একটি লাইভ কনসার্টে। গান গাইতে গাইতেই বাবার ফোন আসে। ভিডিও কল। ধরেন তিনি।
সম্প্রতি তারই প্রমাণ মিলল তাঁর চণ্ডীগড়ের একটি লাইভ কনসার্টে। গান গাইতে গাইতেই বাবার ফোন আসে। ভিডিও কল। ধরেন তিনি।
advertisement
7/9
সম্প্রতি তারই প্রমাণ মিলল তাঁর চণ্ডীগড়ের একটি লাইভ কনসার্টে। গান গাইতে গাইতেই বাবার ফোন আসে। ভিডিও কল। ধরেন তিনি।
সম্প্রতি তারই প্রমাণ মিলল তাঁর চণ্ডীগড়ের একটি লাইভ কনসার্টে। গান গাইতে গাইতেই বাবার ফোন আসে। ভিডিও কল। ধরেন তিনি।
advertisement
8/9
বাবাকে দেখান সকলকে। সকলকেও ফোনের স্ক্রিন ঘুরিয়ে বাবাকে দেখান। ফোন কেটে বলেন, 'ভিডিও কলে আমার বাবা।' এই অংশটিই অনেকে রেকর্ড করেন। ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
বাবাকে দেখান সকলকে। সকলকেও ফোনের স্ক্রিন ঘুরিয়ে বাবাকে দেখান। ফোন কেটে বলেন, 'ভিডিও কলে আমার বাবা।' এই অংশটিই অনেকে রেকর্ড করেন। ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
9/9
ভাইরাল ভিডিওতে বহু মানুষ কমেন্ট করে প্রশংসায় ভরিয়ে দেন। অনেকেই তাঁর থেকে শিক্ষা নেওয়ার পরামর্শও দেন। বলেন, 'আপনি যে পরিস্থিতিতে, যেখানেই থাকুন না কেন, বাবা-মায়ের ফোন উপেক্ষা করা ঠিক নয়।'
ভাইরাল ভিডিওতে বহু মানুষ কমেন্ট করে প্রশংসায় ভরিয়ে দেন। অনেকেই তাঁর থেকে শিক্ষা নেওয়ার পরামর্শও দেন। বলেন, 'আপনি যে পরিস্থিতিতে, যেখানেই থাকুন না কেন, বাবা-মায়ের ফোন উপেক্ষা করা ঠিক নয়।'
advertisement
advertisement
advertisement