TRENDING:

চোখ ধাঁধানো ঝাঁ চকচকে...! বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়ি আচমকা সংবাদ শিরোনামে! কেন জানেন?

Last Updated:

Krishna Kalyani || TMC MLA: জিম-সিনেমা হল আস্ত সুইমিংপুল? রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়ির লন পেরিয়ে ঢুকলেই যেন রূপকথা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ: বুধবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর আধিকারিকদের সঙ্গে ইডি সদস্যরাও হানা দেন বলে খবর। এরপর থেকে কৃষ্ণ কল্যানীর প্রাসাদোপম বাড়ি আলোচনার শিরোনামে।
বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়িতে আয়কর হানা!
বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়িতে আয়কর হানা!
advertisement

২০২১ এ বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কৃষ্ণ কল্যাণী। জয়লাভের পর তৃণমূলে যোগদান করেন তিনি। রাজনীতির পাশাপাশি তিনি একজন বড় ব্যবসায়ী।

আরও পড়ুন: দুর্নীতির রহস্য উন্মোচনে পার্থর আপ্ত সহায়কের বাড়িতে সিবিআই হানা! ব্যাপক তল্লাশি ‘কালীঘাটের কাকুর’ বাড়িতেও

advertisement

রায়গঞ্জে রয়েছে কৃষ্ণ কল্যাণীর পুরাতন বাড়ি। বছর পাঁচেক আগে তিনি অশোক পল্লীর কাছে এন এস রোডের ধারে বাড়ি তৈরি করেন। সূত্রের খবর, কৃষ্ণ কল্যানী বর্তমানে সেই বাড়িতেই থাকেন পরিবারকে নিয়ে। ঝা চকচকে লন, বিরাট গেট টপকে বাড়ির ভিতরে ঢুকলেই চক্ষু চড়কগাছ! কৃষ্ণ কল্যানীর বাড়ি যেন এক রূপকথা।

advertisement

সিনেমা হল থেকে সুইমিংপুল লক্ষ লক্ষ টাকার চোখ ধাঁধানো আসবাব, এই নিয়েই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ির ভিতরের অন্দরসজ্জা দেখলে লজ্জা পাবেন বলিউডের স্টাররাও।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণিঝড়…! ১৬ রাজ্যে ভারী বৃষ্টি, তুষারপাত সতর্কতা! বাংলা-সহ একাধিক রাজ্যে আবহাওয়ার বিরাট খেল! মেগা আপডেট আইএমডি-র

advertisement

অনেকে মজা করে কৃষ্ণ কল্যানীর এই প্রাসাদোপম বাড়িকে শাহরুখ খানের ‘মন্নত’ এর সঙ্গে তুলনা করে থাকেন।সুন্দর নকশা থেকে তাক লাগানো আলোকসজ্জা, কৃষ্ণ কল্যাণীর বাড়ি পথ চলতি মানুষের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি তাঁর বাড়ির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আস্ত সুইমিং পুল। এছাড়াও বাড়ির মধ্যে রয়েছে একটি জিম। গাড়ি রাখার জন্য রয়েছে সুন্দর পার্কিং ব্যবস্থা।

advertisement

স্থানীয়দের কথায়, ছোট একটা ব্যবসা থেকে আচমকা ফুলেফেঁপে ওঠেন কৃষ্ণ কল্যাণী। একথা নিজেও অবশ্য বহু বার বলেছেন বিধায়ক। বিশাল বাংলো স্টাইল বাড়ি, বিশাল বহুতল অফিস। আচমকাই গড়ে ওঠে সব। ২০১৬-২০১৭ সালের পর। এখন সেই উত্থানের পিছনে কোনও রকম অসঙ্গতি রয়েছে কিনা, সেটাই এবার আয়কর ও ইডি আধিকারিকদের আতস কাঁচের তলায়। অর্থাৎ আয়ের সঙ্গে কোনওরকম সঙ্গতিহীন সম্পত্তি আছে নাকি, সেটাই এবার খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় আধিকারিকরা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চোখ ধাঁধানো ঝাঁ চকচকে...! বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়ি আচমকা সংবাদ শিরোনামে! কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল