কোচবিহার দুই ব্লকের কালজানি সাহাজউদ্দিন হাইস্কুল। স্কুলের কিছু ছাত্রীকে দেখলেই খুশি হচ্ছেন গ্রামবাসীরা। বিভিন্ন সামাজিক সমস্যা দূর করতে একেবারে মাঠে নেমে পড়েছে কন্যাশ্রীর ছাত্রীরা। গত বছরের অক্টোবরে তৈরি হয়েছে কন্যাশ্রী ক্লাব। এই ক্লাবের সদস্যরাই প্রচার চালাচ্ছে সচেতনতার।
বাল্য বিবাহ রোধ, মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার, স্কুলছুটদের স্কুলে ফেরাতে উদ্যোগী হয়েছে কন্যাশ্রীরা। নির্মল গ্রাম গড়ে তুলতে গ্রামের হাটবাজার ও স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কারেও হাত লাগাচ্ছে তারা।
advertisement
ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও।
কন্যাশ্রীদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন গ্রামের সকলেই।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে প্রশংসা কুড়িয়েছে। আর কন্যাশ্রী প্রকল্পে জেলার সেরা পুরস্কার পেয়েছে কালজানি সাহাজউদ্দিন হাইস্কুল। গ্রামজুড়ে হাসি ফুটিয়েছে কন্যাশ্রী। হাসছে কন্যাশ্রীরাও।