সাধারণত আশ্বিন কিংবা কার্তিক মাসে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে এই বছর সেপ্টেম্বরের প্রথম দিনেই ‘কাঞ্চন দর্শন’ হয়ে গেল। বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পেয়ে আপ্লুত জলপাইগুড়ির বাসিন্দারা।
আরও পড়ুনঃ জন্মদিনের পিকনিকই কাল হল! শিক্ষক-ছাত্রের সঙ্গে যা ঘটল…! শোকের ছায়া কাটোয়ায়
advertisement
এদিন সকালে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন তিস্তাপাড়, স্পোর্টস কমপ্লেক্স, রাজবাড়ি দিঘি, রেল স্টেশন, কর্পোরেশন রোড থেকে স্পষ্ট দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। প্যাচপ্যাচে গরমের মধ্যেই অপরূপ ‘কাঞ্চন’এর দর্শন। সকাল সকাল এই দৃশ্য মোবাইলে বন্দি করে রাখলেন অনেকেই। পুজোর আগে একে ‘প্রকৃতির উপহার’ ভেবে আপ্লুত সকলে।
এদিকে বর্ষার লাগাতার বৃষ্টিতে যেন খানিক বিরাম লেগেছে। একনাগাড়ে বর্ষণ থামতেই বেড়েছে সূর্যের তেজ। সেই সঙ্গেই বাড়ছে গরম। এই আবহাওয়াতেই দেখা গেল বরফে ঢাকা পাহাড়। সেপ্টেম্বরের প্রথম দিনই জলপাইগুড়ি থেকে দেখা গেল বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা।