TRENDING:

Darjeeling News: শীত আসতেই পাহাড়ে শুরু ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ! প্রতিযোগীরা অংশ নিচ্ছে এই খেলায়

Last Updated:

North Bengal news: প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কালিম্পংয়ের কালেবুং এলাকায় আয়োজিত হল তৃতীয় কালেবুং ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। কালিম্পং এর ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের আয়োজন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিম্পং: প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কালিম্পংয়ের কালেবুং এলাকায় আয়োজিত হল তৃতীয় কালেবুং ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। কালিম্পং এর ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের আয়োজন করা হয়।
advertisement

কালিম্পংয়ের মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে এই ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করেন কালিম্পং জেলার জেলা প্রশাসক বালা সুব্রামনিয়াম টি। বয়সের হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে এই খেলা অনুষ্ঠিত হবে। নভেম্বরের ১৫ তারিখ থেকে শুরু করে ১৭ তারিখ পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হবে। এই প্রসঙ্গে কালিম্পংয়ের জেলা প্রশাসক বালা সুব্রামানিয়াম টি বলেন, “কালিম্পং জেলাকে খেলাধুলায় আরো এগিয়ে নিয়ে যেতে বিগত ছয় সাত মাস থেকে বহু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কালিম্পং জেলায় প্রচুর প্রতিভা রয়েছে এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ খেলাধুলার অগ্রগতিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কর্মদিশা প্রকল্পে ক্যারিয়ার গাইডেন্স এর মধ্যে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা কেউ নিজের কর্মজীবনের অঙ্গ হিসেবে বেছে নিতে পারে সেই পদক্ষেপও ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে”।

advertisement

আরও পড়ুন: আকাশ থেকে তুমুল শব্দ, চলন্ত হেলিকপ্টারে উদ্দাম ঘনিষ্ঠতার অভিযোগ দুই সেনাকর্মীর বিরুদ্ধে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কালিম্পং জেলার কালেবুংয়ে আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকেই শুধু নয় রাজ্যের বাইরে, তথা পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও প্রতিযোগীরা এই খেলায় অংশগ্রহণ করেছে। মূলত বর্তমানে এআই-এর যুগে মোবাইল, কম্পিউটার থেকে দূরে সরে শরীর-স্বাস্থ্য ভালো রাখতে এবং আগামী যুব প্রজন্মকে খেলাধুলার দিকে মাঠমুখী করতেই এই উদ্যোগ। কালিম্পং জেলা প্রশাসন ইতিমধ্যেই কালিম্পং জেলার যুবক-যুবতীদের খেলাধুলার প্রতিভা সামনে তুলে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: শীত আসতেই পাহাড়ে শুরু ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ! প্রতিযোগীরা অংশ নিচ্ছে এই খেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল