প্রসঙ্গত, বেলুড় চন্নাকেশব বিষ্ণু মন্দির-বেলুর হাসান কর্ণাটক এক সময়ে বিজয়নারায়ণ মন্দির নামে পরিচিত ছিল। মন্দিরটি বেলুড়ে ইয়াগাছি নদীর তীরে অবস্থিত। রাজা বিষ্ণু বর্ধন ১১১৭ খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। ৯০৭ বছরের পুরোনো এই মন্দির দেখতে এখন ভিড় করছে শহরবাসী। বরাবরই শিলিগুড়ির সেরা পুজোর তালিকায় নিজেদের জায়গা করে নেয় তরুণ সংঘের শ্যামা পুজো । এবছরও তার কোন বিকল্প নেই। তরুণ সংঘ ক্লাবের পূজা উদ্যোক্তাদের আশা প্রতিবছরের মতো এবছরও প্রচুর মানুষের ঢল নামবে এই পুজো প্রাঙ্গণে।
advertisement
আরও পড়ুন: উত্তরপ্রদেশ ছেড়ে বাংলা! ৫০-২০০ টাকাতেই রমরমিয়ে ব্যবসা করছেন যোগী রাজ্যের ব্যবসায়ীরা
আরও পড়ুন: আলো জ্বালালেই ঘরে ঢুকে পড়ছে পোকা? এই সহজ উপায়ে এক সেকেন্ডে পালাবে শ্যামাপোকা
তরুণ সংঘের অন্যতম সদস্য, উত্তম সিনহা বলেন, ” আমরা বরাবরই শহরবাসীকে নতুন কিছু উপহার দিতে চাই। এ বছরও তাই শহরবাসির জন্য কর্নাটকের বিষ্ণু মন্দির তৈরি করা হয়েছে। ৫১ লক্ষ টাকা বাজেট রয়েছে আমদের পুজোর।” উদ্বোধনের দিনই প্রচুর দর্শনার্থীদের আগমন লক্ষ্য করা গেছে তাদের পুজোয় । এছাড়াও তিনি বলেন, ” বয়স্কদের জন্য পুজো দেখার আলাদা নির্দিষ্ট লাইন থাকবে। প্রায় ৫০ জনের ওপর ক্লাবের ভলেন্টিয়ার থাকবে। এছাড়াও পুলিশ প্রশাসন তথা শিলিগুড়ি পুরনিগম সমস্ত রকম সহযোগিতা করছে।” সবমিলিয়ে এবার তরুণ সংঘের পুজো দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস।
অনির্বাণ রায়





