গত ১১ নভেম্বর আইনি বিয়ে সম্পন্ন হয়। এবার হল সামাজিক বিয়ে। জানা গিয়েছে, জন বার্লার নতুন স্ত্রী মঞ্জু তিরকে, যিনি দলগাঁও চাবাগানের দলমণি ডিভিশনের বাসিন্দা এবং ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি ডিমডিমা গার্লস হাই স্কুলের শিক্ষিকা।বিয়ে প্রসঙ্গে জন বার্লার কথায়,“আমি ও আমার পরিবার নিঃসঙ্গতায় ভুগছিলাম। বাড়ির সব দায়িত্ব সামলাতে সমস্যা হচ্ছিল। দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করেছি।”ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়কে ঘিরে পরিবারে স্বস্তি ফিরেছে বলেই জানা যাচ্ছে।
advertisement
টাকা দিয়েও আরাম অধরা! যে সিটগুলো এড়িয়ে চলছেন বন্দে ভারত যাত্রীরা, কারণ জানিয়ে ছবি পোস্ট করলেন সবাই
ডুয়ার্সের রাজনীতিতে জন বার্লা বরাবরই আলোচিত মুখ। ২০১৯ সালে আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জিতে সংসদে পৌঁছন। পরে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলান। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি। এরপর ধীরে ধীরে দলের সঙ্গে দূরত্ব বাড়ে। অবশেষে সম্প্রতি তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে যা রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে।
ব্যক্তিগত ট্র্যাজেডি, রাজনৈতিক বদল ও নতুন সম্পর্ক—সব মিলিয়ে জন বার্লার জীবনে নাটকীয় পরিবর্তনের বছরে এই বিয়ে যেন কিছুটা স্বস্তি আর স্থিরতার ইঙ্গিত বহন করছে!
