আরও পড়ুন- 45000 ফুট উচ্চতায় ‘কাজ’ সেরে সিটে ‘শান্ত’ হয়ে বসেছিল! বিমানবন্দরে নামতেই…
পরে বাগডোগরা থানার পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহিলা। স্থানীয় যুবক বিরু ঘোষ জানান রাজনৈতিক প্রভাব দেখিয়ে তনয় তালুকদার এর আগেও অনেক মহিলাকে এ ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। তার কঠোর শাস্তি হওয়া দরকার।
advertisement
আরও পড়ুন- মেয়েটির প্রেমে পড়েছিল সাপ? ৫ বছরে ১১ বার কামড়! শেষে যা জানা গেল…শিউরে উঠবেন
তৃণমূল ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সভাপতি তনয় তালুকদারের বিরুদ্ধে অভিযোগ, এক বিবাহিত মহিলাকে প্রথমে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেন তিনি ৷ পরে ওই মহিলাকে দল করার পরিবর্তে চাকরির প্রতিশ্রুতি দেন ছাত্রনেতা ৷ অভিযোগ, এর কয়েকদিন পর থেকে যুবতীকে আপত্তিকর মেসেজ পাঠিয়ে কুপ্রস্তাব দিতে শুরু করেন তনয় তালুকদার ৷ পরে পুরো বিষয়টি স্বামীকে জানান ওই মহিলা ৷
সোমবার বিষয়টি নিয়ে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে সালিশি সভা হয় । অভিযোগ, সভা চলাকালীন বেশ কিছু তৃণমূল কর্মী ওই মহিলার স্বামী ও বাকিদের উপর চড়াও হন । ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা তৃণমূলের ছাত্রনেতাকে মারতে শুরু করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ । অভিযুক্ত ছাত্রনেতাকে আটক করা হয়৷