কেননা চড়া রোদেও বৃষ্টি ভয় রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়িতে রোদ ঝলমলে আকাশেও বৃষ্টি উদ্বেগ রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। তড়িঘড়ি কাজ শেষ করে নেওয়ার তৎপরতা কুমোর পাড়ায়। কারণ বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় পুজো উদ্যোক্তারাও।
আরও পড়ুন: ঝাড়গ্রামে এ কী ছবি! হানা দিয়ে বসল ৩০-৩৫ দাঁতাল হাতির দল, কেন জঙ্গল ছেড়ে লোকালয়ে?
advertisement
গত দু’দিন ধরে চড়া রোদে নাজেহাল জলপাইগুড়ির বাসিন্দারা। সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তিতে কাহিল ছোট বড় সকলেই। বৃহস্পতিবার সকাল থেকেও দাপট দেখাচ্ছে সূর্যিমামা। মাসের প্রথম সপ্তাহের পর থেকে টানা কয়েক দিনের বৃষ্টির পর আশ্বিনের আকাশের এই ইউটার্ন, কিছুটা হলেও স্বস্তি দিয়ে ছিল প্রতিমা শিল্পী ও পুজো উদ্যোক্তাদের। যদিও সাময়িক এই স্বস্তি এখন চিন্তা বাড়িয়ে দিয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। পঞ্চমী থেকে ফের বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর। তাই চতুর্থীতেই মণ্ডপে প্রতিমা পাঠানোর তোড়জোড় শুরু করে দিয়েছেন প্রতিমা শিল্পীরা। পুজোর উদ্যোক্তারাও ঝুঁকি নিতে নারাজ। বৃষ্টি ভয়ে তাই এবার তৃতীয়া থেকেই প্রতিমা আসা শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ির পুজো মণ্ডপে।
আরও পড়ুন: ঘাস তো নয়, যেন ‘টাকার গাছ’! বাড়ির আশেপাশে থাকলেই বাড়তি আয়, অর্ডার পাবেন ভিন রাজ্য থেকেও
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার জলপাইগুড়ির কোনও কোনও অংশে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।