কথিত আছে ...রাস্তায় গ্যাসের ল্যম্পপোস্টের আলোয় পড়াশোনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই ছবি যেন আবার ফিরে এল নাগরাকাটায় বিডিও অফিসের সামনে। রাস্তার ঝাপসা আলোর নীচে বসে পড়া মুখস্থ করছে মালবাজারের সুভাষিণী গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সৌকর্ষি। হোমওয়ার্ক শেষ করছে স্থানীয় ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্র ঋদ্ধিমান। রাস্তার উপর ছড়ানো -ছিটানো খাতাবই, পেনসিলবক্স। জলপাইগুড়ি বন্ধ চাবাগানের শ্রমিকের ছেলেমেয়েদের কাছে এটাই আজ ঘোর বাস্তব।
advertisement
নাগরাকাটার ব্লকের গ্রাসমোড় চাবগান চৌদ্দ-ই জানুয়ারি থেকে বন্ধ। কর্মহীন প্রায় ১৪৮০ শ্রমিক। কেটে দেওয়া হয়েছে বাগানের বিদ্যুৎ সংযোগ। মোমবাতি-ই ভরসা শ্রমিক পরিবারের। সামনেই পরীক্ষা। বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে স্কুলপড়ুয়ারা। বাধ্য হয়ে বিডিও অফিসের সামনে রাস্তার আলোতেই চলছে জীবন গড়ার প্রস্তুতি।
রাতের অচেনা অতিথিদের দেখে একটানা ডেকে চলেছে কুকুর। রয়েছে মশা, পোকার উপদ্রব। ছেলেেয়েদের পাহারায় সতর্ক বাবা-মা। বাগান কবে খুলবে...জানে না কেউ। দু’পক্ষই নিজেদের দাবিতে অটল। অগত্যা ল্যাম্পপোস্টের আলো-ই ভরসা সৌকর্ষি, ঋদ্ধিমানদের৷