প্রশাসনিক পদে থেকে নিজের প্রতিভাকে সামনে এনেছেন এমন নজির এ রাজ্যে কম নেই। সেই তালিকায় এবার যুক্ত হলেন জলপাইগুড়ির সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। বালিকা বিয়ে রুখে দেওয়া। ভরা তিস্তা পাড় করে বাহির চরে দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দিয়ে নজির গড়ার পর এবার গান লিখে নজর কাড়লেন বিডিও। সদর ব্লকের ৯৪টি শিবিরেই বাজছে তার লেখা এই গান। তা শুনে প্রশাসনের পদস্থ আধিকারিক, কর্মীরাই শুধু নন, গুনমুগ্ধ সাধারণ মানুষও। গানের টানে ভীড় ও বাড়ছে শিবিরগুলোতে।
advertisement
আরও পড়ুন: বোঝো কাণ্ড! চা শেষ হলেও ডাস্টবিনে ফেলছে না কাপ, চিবিয়ে খাচ্ছেন সকলে! হচ্ছেটা কী এই দোকানে
গানের বিষয়ে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী জানিয়েছেন, অসাধারণ প্রতিভা আর সেই প্রতিভাকে কাজে লাগিয়ে মিহির বাবু যা করেছেন তা সবার মন ছুঁয়ে গিয়েছে। গানের মাধ্যমে খুব সহজেই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষদের বোঝানো যাচ্ছে। কেননা গানের মাধ্যমে বোঝানো খুব সহজ।
আরও পড়ুন: জেলাজুড়ে তোলপাড়, পাকিস্তানের পতাকা নামিয়ে উড়ল তেরঙ্গা! মালদহে ১৮ আগস্ট কী হয়েছিল জানুন
অন্যদিকে উপভোক্তা নীলকমল রায় জানিয়েছেন, তারা এখন গানের মাধ্যমেই জানতে পারছেন কি কি সুবিধা রয়েছে এই কর্মসূচিতে। তারা খুব খুশি।