শীত পড়তেই ‘খেল’ দেখাতে শুরু করেছে কুয়াশা। সন্ধ্যার পর থেকে বাড়ছে কুয়াশার ঘনত্ব। সেই সঙ্গেই কমছে দৃশ্যমানতা। এই অবস্থায় জাতীয় সড়কে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে গাড়ির চালকদের। পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
আরও পড়ুনঃ ফের ‘ভিলেন’ সেই কুয়াশা! জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে চারচাকার সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
advertisement
এই পরিস্থিতিতে মাঝরাতে চালকদের চনমনে রাখতে জলপাইগুড়ি জাতীয় সড়কে ‘উষ্ণতার ফেরিওয়ালা’ হয়ে হাজির পুলিশ। গরম জল, সঙ্গে ধোঁয়া ওঠা গরম চা খাইয়ে দূরপাল্লার গাড়ির চালকদের চাঙ্গা রাখার চেষ্টা চালানো হচ্ছে। একইসঙ্গে হেডলাইট জ্বালিয়ে রেখে ধীরে ধীরে গাড়ি চালানোর পরামর্শও দেওয়া হচ্ছে। শীতের এই ‘সুইং’ সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকেও।
শীতকালে কুয়াশার কারণে একধাক্কায় দৃশ্যমানতা অনেকখানি কমে যায়। সেই সঙ্গেই রাস্তাঘাটে দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে জলপাইগুড়িতে দুর্ঘটনা এড়াতে চায়ের দাওয়াই ট্রাফিক পুলিশের। কনকনে ঠাণ্ডায় গাড়ির চালকদের চাঙ্গা রাখতে গরম জল, সঙ্গে গরম চা নিয়ে হাজির হচ্ছেন তাঁরা।
