গত ২৩ ডিসেম্বর শ্রমিকদের পাক্ষিক মজুরি দেওয়ার কথা ছিল। এরপর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে গেলেও তা হাতে আসেনি। ২৯ ডিসেম্বর পর্যন্ত এই টাকা দেওয়া হয়নি। শুধুমাত্র অ্যাডভান্স হিসেবে শ্রমিকদের হাজার টাকা করে দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া ৫ শতাংশ বোনাস দেওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে।
advertisement
এই পরিস্থিতিতে শনিবার, সোমবারের পর মঙ্গলবার সকালেও শীতকে উপেক্ষা করে বাগানের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে এই গেট মিটিং হয়। এরপর ফের কাজে যোগদান করেন শ্রমিকেরা।
তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নাগেশ্বরী চা বাগানের সভাপতি সাধনা ওরাওঁ বলেন, একই মালিকানাধীন কিলকোট চা বাগানের শ্রমিকদের পাক্ষিক মজুরি দিয়ে দেওয়া হলেও নাগেশ্বরী চা বাগানের শ্রমিকদের শুধুমাত্র অ্যাডভান্স হিসেবে হাজার টাকা করে দেওয়া হয়েছে। ২৯ তারিখ পেরিয়ে গেলেও বকেয়া মজুরি দেওয়া হয়নি। এই রকম পরিস্থিতি চলতে থাকলে আগামীতে আমরা লাগাতার আন্দোলনে নামতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দেন তিনি।
