গত রবিবার ড্রাগস মুক্ত এলাকা গড়ার ডাক দিয়ে জোট বাঁধেন জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দুই মাদক কারবারির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গেই মাদক কিনতে আসা ২০ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্টেশন রোড, দুই নম্বর ঘুমটি এলাকার বাসিন্দারা। পাড়া পাহারায় ৬০ জনের টিমও তৈরি করা হয় এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ দাহর সময় বৃষ্টি, আধপোড়া দেহ ফেলে দিয়ে গেল পরিবার! তারপর যা হল…! ক্যানিংয়ে হাড়হিম করা ঘটনা
এবার সেই পথেই অভিযানে নামল পুলিশ। র্যাফ, সাদা পোশাকের বাহিনীকে সঙ্গে নিয়ে রাতভর জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা জুড়ে চলল অভিযান। রাতের জলপাইগুড়িতে কার্যত ‘দাবাং’ রূপে পুলিশকে দেখা গেল। এদিন একাধিক নেশার ঠেক গুঁড়িয়ে দেন তাঁরা।
এই ধুন্ধুমার অভিযানে মোট ৮ জনকে আটকও করা হয়েছে। পুলিশের এহেন ‘অ্যাকশনে’ খুশি এলাকার বাসিন্দারা। নিয়মিত এখন থেকে অভিযান চলবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।