জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার জলপাইগুড়ির ওই এলাকার এক মহিলা এলাকায় ঘুরে বেড়ানো লেপার্ডটির মুখোমুখি হন। তবে ওই মহিলা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচান। পাশাপাশি একটি ছাগলকেও কামড় দেয় বলে দাবি করা হচ্ছে। আর এসবের পরিপ্রেক্ষিতে এলাকায় লেপার্ডের আতঙ্ক বাড়তেই বন দফতর খাঁচা পাতল লেপার্ড ধরার জন্য।
আরও পড়ুন: ঝপ ঝপ করে নামছে পারদ! দার্জিলিং-এ শীতের তীব্র কামড়, কী পরিস্থিতি উত্তরবঙ্গে জানিয়ে দিল IMD
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষদের আতঙ্ক আরও বাড়িয়েছে এলাকায় লেপার্ডের পায়ের ছাপ। তারাও লেপার্ডের পায়ের ছাপ দেখতে পেয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে খাঁচা পাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং প্রচারও শুরু করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বনকর্মী ভূপেন্দ্রনাথ শীল জানিয়েছেন, এলাকায় একটি লেপার্ড ঘুরে বেড়াচ্ছে তা তারা নিশ্চিত হয়েছেন এবং তারপরেই খাঁচা পাতার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখার বিষয় রাতে ওই খাঁচায় লেপার্ড ধরা পড়ে কিনা। অন্যদিকে লেপার্ডটির বাংলাদেশের দিকে পালিয়ে যাওয়ার সম্ভাবনার বিষয়টি তিনি খুব একটা গুরুত্ব দেননি।
