TRENDING:

উৎসবের দিনে 'দ্বিগুণ' আনন্দ! শহরবাসীর মুখে হাসি ফোটাতে দারুণ ঘোষণা পুরসভায়

Last Updated:

Jalpaiguri Municipality: এবার পুজোয় মিলবে অতিরিক্ত জল। সেই সঙ্গে মসৃণ রাস্তা, পর্যাপ্ত আলো, পরিচ্ছন্ন পরিবেশ পেতে চলেছে জলপাইগুড়ি শহরের বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু কর: দোরগোড়ায় কড়া নাড়ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গাপুজো। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই গোটা রাজ্য মেতে উঠবে মা দুর্গার আগমনে। এই চারটে দিনের জন্যেই তো বাঙালিরা বছরভর অপেক্ষা করে। এবার পুজোয় মিলবে অতিরিক্ত জল। সেই সঙ্গে মসৃণ রাস্তা, পর্যাপ্ত আলো, পরিচ্ছন্ন পরিবেশ পেতে চলেছে জলপাইগুড়ি শহরের বাসিন্দারা।
জলপাইগুড়ি পুরসভা
জলপাইগুড়ি পুরসভা
advertisement

আরও পড়ুনঃ মণ্ডপ সজ্জায় নারী নির্যাতনের জোরালো প্রতিবাদ! বাজবে গায়ে কাঁটা দেওয়া আবহ সঙ্গীত, শিউরে ওঠা পুজোর থিম ‘এই’ ক্লাবে

২৫ ওয়ার্ডের জলপাইগুড়ি পুর এলাকায় ১ লক্ষ ২৯ হাজার মানুষের বসবাস। দিনে দু’দফা মিলিয়ে প্রতিদিন শহরবাসীকে আট ঘন্টা পানীয় জল সরবরাহ করা হয়। উৎসব উপলক্ষে আরও দু’ঘন্টা অতিরিক্ত পানীয় জল সরবরাহ করা হবে, এমনই ঘোষনা করল জলপাইগুড়ি পুরসভা।

advertisement

দুর্গা পুজো থেকে শুরু করে ছট পুজো পর্যন্ত অতিরিক্ত দু’ঘন্টা পানীয় জল পাবেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। সঙ্গে ভাঙা রাস্তা সংস্কার ও গুরুত্বপূর্ণ রাস্তা গুলোকে আলোক মালায় সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। নাগরিক নিরাপত্তায় ডেঙ্গু এবং সেফ ড্রাইভের প্রচারেও জোর দেওয়া হবে।

আরও পড়ুনঃ  ২ টাকা থেকে ৭৫ পয়সায় ঠেকেছে দাম! বাজারে চরম মন্দা, পান চাষের বিদায় ঘন্টা বাজল বলে

advertisement

প্রতিবছরই পুজোয় রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতায় জোর দেয় পুরসভা। এই বছর আরও দু’ঘন্টা অতিরিক্ত পানীয় জল সরবরাহের ঘোষনায় খুশি জলপাইগুড়ি শহরের বাসিন্দারা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উৎসবের দিনে 'দ্বিগুণ' আনন্দ! শহরবাসীর মুখে হাসি ফোটাতে দারুণ ঘোষণা পুরসভায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল