২৫ ওয়ার্ডের জলপাইগুড়ি পুর এলাকায় ১ লক্ষ ২৯ হাজার মানুষের বসবাস। দিনে দু’দফা মিলিয়ে প্রতিদিন শহরবাসীকে আট ঘন্টা পানীয় জল সরবরাহ করা হয়। উৎসব উপলক্ষে আরও দু’ঘন্টা অতিরিক্ত পানীয় জল সরবরাহ করা হবে, এমনই ঘোষনা করল জলপাইগুড়ি পুরসভা।
advertisement
দুর্গা পুজো থেকে শুরু করে ছট পুজো পর্যন্ত অতিরিক্ত দু’ঘন্টা পানীয় জল পাবেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। সঙ্গে ভাঙা রাস্তা সংস্কার ও গুরুত্বপূর্ণ রাস্তা গুলোকে আলোক মালায় সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। নাগরিক নিরাপত্তায় ডেঙ্গু এবং সেফ ড্রাইভের প্রচারেও জোর দেওয়া হবে।
আরও পড়ুনঃ ২ টাকা থেকে ৭৫ পয়সায় ঠেকেছে দাম! বাজারে চরম মন্দা, পান চাষের বিদায় ঘন্টা বাজল বলে
প্রতিবছরই পুজোয় রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতায় জোর দেয় পুরসভা। এই বছর আরও দু’ঘন্টা অতিরিক্ত পানীয় জল সরবরাহের ঘোষনায় খুশি জলপাইগুড়ি শহরের বাসিন্দারা।