স্থানীয় বাসিন্দারা সকালে খাঁচার ভিতর থেকে লেপার্ডের গর্জন শুনে কাছে গিয়ে বুঝতে পারেন, বন দফতরের বসানো খাঁচার মধ্যেই বন্দি রয়েছে একটি পূর্ণবয়স্ক লেপার্ডটি। ঘটনা দেখতে পেয়ে চা বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়, পাশাপাশি খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ ডিভিশনের বনকর্মীদের। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যান।
advertisement
আরও পড়ুন: দিঘায় শীত জমে ক্ষীর! কনকনে ঠান্ডায় মিলছে গরমাগরম রকমারি পিঠেপুলি, স্বাদ নিতে যেতে হবে এই উৎসবে
উল্লেখ্য, জলপাইগুড়ির কলাবাড়ি এলাকায় এর আগেও একাধিকবার লেপার্ডের হামলায় শিশু মৃত্যু-সহ আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই কারণে বন দফতরের পক্ষ থেকে সুন্দরবনের আদলে উত্তরবঙ্গের কলাবাড়ি এলাকায় কিছু শ্রমিক মহল্লা জাল দিয়ে ঘিরে ফেলা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি লেপার্ড ধরতে চা বাগান এলাকায় একাধিক খাঁচা পাতা হয়। এ দিন সকাল সাতটা নাগাদ সেই খাঁচাতেই ধরা পড়ে লেপার্ডটি। লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা শ্রমিক মহল্লার বাসিন্দারা।
