স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামসাই গ্রাম পঞ্চায়েতের চটোয়া বনবস্তি এলাকার বাসিন্দা বালকু ওরাও। তিনি পেশায় একজন গো পালক। প্রতিদিনের মতো বুধবারেও তিনি গরু নিয়ে গিয়েছিলেন জঙ্গলে। সেই সময় আচমকা তিনি জঙলি হাতির মুখোমুখি পড়ে যান। তাতেই নেমেছে বিপদ।
advertisement
জানা গিয়েছে জঙ্গলে খড়ি কুড়োতে যাওয়া কয়েকজন মহিলা সেই দৃশ্য দেখে ভয়ে পালিয়ে আসেন। তারপর এলাকায় ফিরে তাঁরা আক্রন্ত ব্যক্তির পরিবারকে খবর দেন। রাতে পুলিশ ও বন বিভাগের কর্মীরা গিয়ে জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করে আনেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
আরও পড়ুন: উজাড় করা রূপ কাঞ্চনজঙ্ঘার, শিলিগুড়ি থেকেও মিলছে দর্শন! উত্তরে ঠান্ডার নাচন, এল IMD’র মেগা আপডেট
উল্লেখ্য, মানুষ-হাতি সংঘাত রুখতে একাধিক পদক্ষেপ করছে বন দফতর। কিন্তু তা সত্ত্বেও যেন আটকানো যাচ্ছে না হাতির হানা। ফলে সংঘাতের জেরে প্রাণ যাচ্ছে মানুষের। অন্যদিকে বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কাও থেকে যাচ্ছে। সবমিলিয়ে জঙ্গল এলাকায় বিরাজ করছে এক আতঙ্কের পরিবেশ।
