East Bardhaman News: স্পন্দন স্টেডিয়ামে ফুটবলের মহাউৎসব, নতুন 'স্টার' বানাতে প্রস্তুত বর্ধমান! উন্মাদনায় টগবগ করছে ফুটবলপ্রেমীরা

Last Updated:

East Bardhaman News: বর্ধমানে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল সুপার লিগ। জেলার উঠতি খেলোয়াড়দের মঞ্চ দেওয়ার জন্যই এই বিশেষ উদ্যোগ।

ট্রফি
ট্রফি
বর্ধমান, সায়নী সরকার: ১৫ ডিসেম্বর বর্ধমানে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল সুপার লিগ। জেলার উঠতি খেলোয়াড়দের একটি মঞ্চ দেওয়ার জন্যই এই বিশেষ উদ্যোগ। বেঙ্গল সুপার লিগ ‘টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জার্মানির প্রাক্তন ফুটবলার লোথার ম্যাথুস। এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর থেকে।
উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে আটটি ফ্রাঞ্চাইজি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। আগামী ১৫ ডিসেম্বর বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই লিগ। এই টুর্নামেন্টে জেলা থেকে খেলবে বর্ধমান ব্লাস্টার। এই দলের কর্মকর্তা সুশান্ত ঘোষ বলেন, বর্তমান দলের কোচ হিসেবে থাকবেন দীপক মন্ডল।
আরও পড়ুন: উজাড় করা রূপ কাঞ্চনজঙ্ঘার, শিলিগুড়ি থেকেও মিলছে দর্শন! উত্তরে ঠান্ডার নাচন, এল IMD’র মেগা আপডেট
দলে খেলবেন সুরজিৎ হাঁসদার মত উঠতি তারকারা। দলে থাকবে আরও চমক, যেটা আগামীদিনে সামনে আনা হবে।  বর্ধমান দলের হোম গ্রাউন্ড হবে শহরের স্পন্দন স্টেডিয়াম। জেলার উঠতি খেলোয়াড়দের ভালভাবে পরিচর্যা করে, আগামীদিনে ভাল ফুটবলার তৈরি করার জন্য কোচিং ক্যাম্প করা হবে। এছাড়াও প্রচারের জন্য টুর্নামেন্টের উদ্যোক্তারা ট্রফি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরছেন৷
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, ক্যানিং, উত্তর ২৪ পরগনা, হাওড়া, মেদিনীপুরের পর ট্রফি এসে পৌছয় বর্ধমানে। জেলায় করা হয় রোড শো। উদ্যোক্তা রজতশুভ্র মুখুটি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে দলগুলি খেলবে, সেখানে অনূর্ধ্ব ১৯ খেলোয়াড়রা সুযোগ পাবে। স্থানীয় ছেলেদের একটা বড় মঞ্চ দেওয়ার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: স্পন্দন স্টেডিয়ামে ফুটবলের মহাউৎসব, নতুন 'স্টার' বানাতে প্রস্তুত বর্ধমান! উন্মাদনায় টগবগ করছে ফুটবলপ্রেমীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না, কুয়াশার সতর্কতা সর্বত্রই
রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না, কুয়াশার সতর্কতা সর্বত্রই
  • রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না

  • কুয়াশার সতর্কতা সর্বত্রই

  • গোটা রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক

VIEW MORE
advertisement
advertisement