জানা গেছে, ধূপগুড়ির ঝুমুর এলাকার বাসিন্দা পেশায় আলুর ব্যবসায়ী বিপ্লব দাস অন্যান্য দিনের মতো বিকেলে বাড়িতে খেতে যান। এরপর খাওয়াদাওয়ার পর থেকে আর কিছু মনে নেই তাঁদের। অনুমান করা হচ্ছে যে বাড়ির সদস্যদের অচৈতন্য করে রাতভর সেই বাড়িতে লুঠপাঠ চালায় দুষ্কৃতিরা। এরপর বিপ্লব দাসের আলুর গদির এক কর্মী মঙ্গলবার সকালে তাদের ডাকতে গিয়ে দেখেন সবাই ঘুমের ঘোরে আছে। এরপরই সন্দেহ দানা বেঁধে।
advertisement
আরও পড়ুন - আবহাওয়া খারাপ , ইলিশের যোগানে মন্দা, হুড়মুড়িয়ে বাড়ছে দাম
আরও পড়ুন - Rahul Dravid Tests Covid 19 Positive: এশিয়া কাপ শুরুর আগেই ঘোর দুঃসংবাদ, রাহুল দ্রাবিড়ের করোনা
পরবর্তীকালে খবর দেওয়া হয় ধুপগুড়ি থানার পুলিশকে। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচৈতন্য অবস্থায় থাকা পাঁচজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তবে বাড়ির বেশ কয়েকজন শিশু কিছুটা সুস্থ অবস্থায় রয়েছে।
ঘটনায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। এদিকে অচৈতন্য অবস্থায় থাকা পাঁচজন এখনো ধূপগুড়ি গ্রামের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁরা কিছুই মনে করতে পারছেন না।
Rocky Chowdhary