আরও পড়ুনঃ ফুটবল খেলতে আর ময়দানে যাওয়া হল না! পথেই বড় দুর্ঘটনা, ঝোপের ধারে উলটে গাড়ি, কী অবস্থা খেলোয়াড়দের?
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শীতল রায়। শুক্রবার দুপুরে ক্যানেলের পাশে কচুরিপানায় ঢাকা ডোবায় কী যেন ভাসতে দেখেন স্থানীয় লোকজন। কাছে যেতেই আত্মারাম খাঁচা তাঁদের। আস্ত দেহ পড়ে কচুরিপানার ঝোপে। মুহূর্তে মধ্যে সেই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসে পুলিশও। ডুবুরি নামিয়ে ডোবা থেকে উদ্ধার হয় নিখোঁজ শীতল রায়ের মৃতদেহ। পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেছে। যদিও এখনও তাঁর টোটোটি উদ্ধার হয়নি।
advertisement
আরও পড়ুনঃ গ্রামপঞ্চায়েত অফিসের সামনে র*ক্তাক্ত কাণ্ড! তৃণমূল কর্মীকে শাবল দিয়ে পিটিয়ে খু*ন, কী অপরাধ জানেন?
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান টোটোটি ছিনতাই হয়েছে। ছিনতাই করার জন্যই চালককে খুন করেছে দুষ্কৃতীরা। এরপর দেহ কচুরিপানার আড়ালে ঢাকা দিয়ে পালিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।