দুশ্চিন্তায় ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। হাসপাতালে সুস্থ হতে এসে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে রোগীর আত্মীয়দের মধ্যে। ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেও কোনও সমাধান হয় না বলে অভিযোগ এলাকার মানুষজনদের। তবে এই খবর কানে যেতেই পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার।
আরও পড়ুনঃ দুরন্ত গতিতে ছুটছিল রাজধানী এক্সপ্রেস, হঠাৎ বীভৎস জড়ো আওয়াজ! যা ঘটল পরমুহূর্তেই, ছুটে এল RPF
advertisement
ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধে মশার বাড়বাড়ন্ত কমাতে দিন কয়েক আগে ধুপগুড়ি পুরসভার পক্ষ থেকে ১৬টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হয়েছে। এই গাপ্পি মাছ মশার লার্ভাকে খেয়ে শেষ করে দেয়। উল্লেখ্য, বর্তমানে ধুপগুড়ি-সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গি ও ম্যালেরিয়া ছড়িয়ে পড়ছে। এই দু’টিই মশা বাহিত রোগ। তাই সেই মশাকে নিকেশ করতে গাপ্পি মাছের জুড়ি মেলা ভার।