নেতাজিপাড়া, ইন্দিরা কলোনি, ভগৎ সিং কলোনি থেকে শুরু করে ডেঙ্গুয়াঝাড়, যে দিকেই চোখ ফেরানো যায়, সেখানেই চলছে ভয় দেখানোর প্র্যাকটিস। কেউ শ্মশানের ভূত, কেউ আবার সাহেব ভূতের ভূমিকায়। মেকআপ আর কস্টিউমে এমন সাজ যে নিজের পরিবারের লোকও চিনতে পারবেন না সহজে!ক্লাবগুলির এবারের কমন থিম ‘ভূত মহল’। দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে গা ছমছমে “ভূতের কুটীর”, যেখানে একের পর এক ঘরে রয়েছে ভূতের ভুলভুলাইয়া। ঘন অন্ধকার, কুয়াশার এফেক্ট আর সাউন্ডের দাপটে তৈরি হচ্ছে একেবারে হরর সিনেমার মতো গায়ে কাঁটা দেওয়া পরিবেশ।
advertisement
আরও পড়ুন : দীপাবলির আগে কাঁসারিপাড়ার পালিশঘরে ব্যস্ততা তুঙ্গে! বাবার কাজের চাপ কমাতে শ্বশুরবাড়ি থেকে চলে আসেন মেয়ে
স্থানীয় ক্লাব সদস্যদেরই হাতে কস্টিউম আর সেট ডিজাইনের দায়িত্ব। নিজেদের হাতে বানানো মেকআপ, ভাঙা দেয়ালের রঙ, মোমবাতির আলো-সব মিলিয়ে যেন বাস্তবের মধ্যেই অলৌকিকের ছোঁয়া। সন্ধ্যা নামলেই রিহার্সালে ভিড় জমায় পাড়ার মানুষও। কেউ সাজেশন দেন, কেউ আবার শুধু মজা দেখেন। দর্শনার্থীরা যেন প্রস্তুত থাকেন, কারণ কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত জলপাইগুড়ির পথেঘাটে দেখা মিলতে পারে শ্মশানের ভূত বা ঝুলন পেত্নীর!