স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির সামনে খেলছিল কিশোর। সেই সময় আচমকা গ্রামে ঢুকে পড়ে এক চিতাবাঘ। মুহূর্তে তাকে টেনে নিয়ে যায়। চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলেও শিশুটিকে আর রক্ষা করা যায়নি।
আরও পড়ুনঃ বাড়ির অদূরে উদ্ধার নিথর দেহ! পাশে পড়ে বাইক, কাছে যেতেই পিলে চমকে উঠল এলাকাবাসীর, কীভাবে এমন পরিণতি?
advertisement
চিতা বাঘের হামলায় কিশোরের মৃতদেহ আটকে বনকর্মী ও পুলিশকে ঘিরে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি মহকুমার এসডিপিও গেইলসন লেপচা ও জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। বন কর্মীদের ঘিরে চলতে থাকে উত্তেজিত গ্রামবাসীদের বিক্ষোভ।
আরও পড়ুনঃ স্বামীকে ‘ভাই’ সাজিয়ে ভোটার তালিকায় নাম! ৭ বছর ধরে অবৈধবাস! বাংলাদেশি দম্পতির পরিণতি যা হল
পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পুলিশ পাহারায় সেই কিশোরের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বানারহাট থানায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কিশোরের পরিবারে। বারংবার বানাহাট ব্লকে বাড়ি থেকে ছোট বাচ্চাদের চিতাবাঘ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এলাকায় চিতাবাঘ ধরার জন্য খাচা পাতার দাবি তোলেন গ্রামের বাসিন্দারা। পাশাপাশি বনদনফতরের টহলদারির দাবীও জানান তারা।