এবার অল আউট অপারেশন। জলে মাছ, ডাঙায় স্প্রে। জলপাইগুড়ি শহরকে মশাবাহীত রোগ মুক্ত করতে এবার রীতিমতো সাঁড়াশি আক্রমণ। জলপাইগুড়ি শহরের জলাশয় ও নিকাশি নালায় দুই লক্ষ মশা ঘাতক গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নিল জলপাইগুড়ি পুরসভা। প্রথম ধাপে ছাড়া হল এক লক্ষ মাছ।
আরও পড়ুন: জগন্নাথ ধামেই শেষ নয়, এবার দিঘায় কেদারনাথ মন্দির! তাও আবার একই জায়গায়, ব্যাপারটা কী
advertisement
ডেঙ্গি বিজয় অভিযানকে সামনে রেখে শহর জুড়ে চলছে স্প্রে ও জঞ্জাল মুক্ত অভিযান। বাড়ি বাড়ি সচেতনতার প্রচারেও জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে এবার যুক্ত হল মশাদের যম, লার্ভা খাদক গাপ্পি মাছ। মশাদের আতুর ঘর পরিত্যক্ত জলাশয়, নিকাশি নালায় এই মাছ থাকলে মশার বংশ বৃদ্ধি রোধ করতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। শুধু শহর নয়, জেলা জুড়েই এই কর্মসূচি চলছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। জলপাইগুড়ি জেলা জুড়ে ১৮ লক্ষ গাপ্পি মাছ ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে।
মশা নিয়ে যখন জলপাইগুড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, সেই সময় জেলা প্রশাসনের এমন অভিযান ও উদ্যোগ অবশ্যই প্রশংসা কেড়ে নিয়েছে সাধারণ মানুষদের। তবে এসবের মধ্যেও সাধারণ মানুষদের এখন প্রশ্ন, ১৮ লক্ষ গাপ্পি মাছ তাদের ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো অন্যান্য মশার বাহিত রোগ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে তো!