এদিন হঠাৎই পথচারীদের নজর পড়ে ফুটপাতের ধারে একটি সুটকেসের উপর। আশেপাশে কাউকে না দেখে এবং দীর্ঘক্ষণ সেই সুটকেসটি অযত্নে পড়ে থাকতে দেখে সন্দেহ বাড়তে থাকে স্থানীয় লোকজনদের মনে। সেই খবর পৌঁছায় পুলিশের কাছে। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি ও তদন্তের প্রস্তুতি।
advertisement
স্বাধীনতা দিবসের আগে শহরের রাস্তায় এইভাবে পরিত্যক্ত সুটকেস পড়ে থাকার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। প্রাথমিকভাবে সুটকেসটির ভিতরে কী রয়েছে তা জানার জন্যে বোম স্কোয়াড ডাকার বিষয়টি বিবেচনা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের এক আধিকারিক জানান, “ঘটনার গুরুত্ব বিবেচনা করে সব ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
আরও পড়ুনঃ রাত হলেই ভয়ে কাঁটা গোটা এলাকা! শিকার হচ্ছিল একের পর এক… অবশেষে খাঁচায় আটক ভয়ানক ‘লেপার্ড’
শহরের ব্যস্ততম এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের মনে ভয় ও কৌতূহল – দুটোই কাজ করছে। বর্তমানে সুটকেসটি পুলিশি হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
