প্রাথমিক চিকিৎসার পর গন্ডারটিকে ফের জলদাপাড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর। সম্প্রতি বন্যায় জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বহু গন্ডার তোর্সার জলে ভেসে যায়। সোমবার কোচবিহার জেলার পাতলাখাওয়া এলাকা থেকে ২টি গন্ডারকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে উদ্ধার করা হয়। সেই দুই গন্ডারকে ইতিমধ্যেই জলদাপাড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৫ অক্টোবর বন্যার পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা মিলিয়ে এখন পর্যন্ত ৯টি গন্ডার উদ্ধার হয়েছে।
advertisement
গত ৫ অক্টোবর ছিল উত্তরবঙ্গের জন্য এক ভয়াবহ দিন। সাম্প্রতিক অতীতে এমন দুর্যোগ, বিপর্যয় দেখেনি উত্তরবঙ্গ। চোখের সামনে ঘরবাড়ি, হোটেল, হোমস্টে ধসে গিয়েছে। রাস্তা, সেতু ভেঙে পড়েছে। বহু প্রাণ গিয়েছে। কাতারে কাতারে বন্যপ্রাণী জঙ্গল ছেড়ে এদিক ওদিক পালিয়েছে। জলে ভেসে গিয়েছে বহু বন্যজন্তু।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাশোয়ান বলেন, ‘গন্ডার উদ্ধারে আমরা দিনরাত এক করে কাজ করছি। বন্যার দিন জাতীয় উদ্যানের একাধিক গন্ডার বিভিন্ন এলাকায় চলে গিয়েছিল। তাদের উদ্ধার করে নিরাপদে আবার জঙ্গলে নিয়ে আসছি’।