এছাড়াও দার্জিলিংয়ে যেহেতু পর্যটক আসেন তাই শহরকে প্লাস্টিক মুক্ত করতে হাত বাড়াক শহরবাসী। পাহাড়কে আরও সুন্দর করে তুলতে সকলে মিলে কাজ করা উচিৎ, এই বার্তা দিলেন রাজ্যপাল। (Jagdeep Dhankhar)
আরও পড়ুন: রঙের উৎসবে মেতেছে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম! দেখুন
এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, 'উত্তরবঙ্গ পর্যটনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। আর দার্জিলিং তো পাহাড়ের রানী। আমি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করছি। দার্জিলিংকে আরও উন্নত করে তুলতে হবে সবদিক দিয়ে। একটু সময়ের প্রয়োজন। সময় দিলেই পাহাড়ে উন্নয়ন দেখা দেবে। এই এলাকা উন্নয়নের দিশা দেখাবে, এটা আমার বিশ্বাস। আমি সকলকে বলব, বিশেষ করে দার্জিলিংয়ের মানুষকে। যাতে এই এলাকায় স্বচ্ছতা বজায় রাখা হোক। দূষণমুক্ত হোক দার্জিলিং।' সবশেষে দোলের শুভেচ্ছা জানান তিনি।
advertisement
আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!
প্রসঙ্গত, উত্তরবঙ্গের এই সফরকালেই বৃহস্পতিবার বাগডোগরা থেকে আলিপুরদুয়ার পৌঁছোন রাজ্যপাল জগদীপ ধনকর। এছাড়াও একই দিনে দার্জিলিংয়ের এক সংবর্ধনা সভায় যোগদান করেন রাজ্যপাল। জানা গিয়েছে, এই সফর চলাকালীন বাগডোগরা থেকে আলিপুরদুয়ার পৌঁছে, সেখানে বেশ কিছু কর্মসূচি করেন রাজ্যপাল জগদীপ ধনকর। এরপরই সেখান থেকে দার্জিলিং পৌঁছোন তিনি। শৈলশহর দার্জিলিংয়ে সংবর্ধনা সভায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল।