TRENDING:

Accident: দুই বাসের রেষারেষি, ইসলামপুরে যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে গেল বাস! শিশুকন্যা সহ মৃত ২

Last Updated:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস স্ট্যান্ড থেকে কার বাস আগে বেরোবে তা নিয়েই দুই চালকের মধ্যে বচসা শুরু হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চঞ্চল মোদক, ইসলামপুর: বাস স্ট্যান্ড থেকে বেরনোর সময়ই রেষারেষি, তার থেকে বচসা৷ যার জেরে একটি বাসে উঠে স্টিয়ারিং ঘুরিয়ে দিলেন অন্য বাসের চালক৷ মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে টোটো এবং যাত্রী প্রতীক্ষালয়ে বসে থাকা যাত্রীদের পিষে দিল সেই বেসরকারি বাস৷
যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে যায় একটি বাস৷
যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে যায় একটি বাস৷
advertisement

শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপপের ইসলামপুর বাস টার্মিনাসে৷ এই ঘটনায় এক শিশুকন্যা এবং এক যুবকের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী৷ ইসলামপুর মহকুমা হাসপাতালে আহত যাত্রীদের চিকিৎসা চলছে৷ ঘটনার পর দুটি বাসকেই আটক করেছে পুলিশ, যদিও অভিযুক্ত দুই চালক পলাতক৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস স্ট্যান্ড থেকে কার বাস আগে বেরোবে তা নিয়েই দুই চালকের মধ্যে বচসা শুরু হয়৷ একটি বাসের চালক এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দ্বিতীয় বাসটির চালক বাধা দেওয়ার চেষ্টা করেন৷ নিজের বাস ছেড়ে দ্বিতীয় বাসে উঠে এসে স্টিয়ারিং ঘুরিয়ে দেন দ্বিতীয় বাসটির চালক৷ যার জেরে নিয়ন্ত্রণ হারায় চলন্ত বাসটি৷ মুহূর্তের মধ্যে প্রথমে বাস স্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে থাকা একটি টোটোয় ধাক্কা মেরে যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে যায় ওই বাসটি৷

advertisement

আরও পড়ুন: গণধর্ষণ করে মুখে ঢালা হয় বিষ, মৃত্যুর আগে ছেলেকে সব বলে গেলেন বাংলাদেশের সংখ্যালঘু গৃহবধূ

সেই সময় যাত্রী প্রতীক্ষালয়ে ছিলেন বেশ কয়েকজন যাত্রী৷ তাঁদের মধ্যে ছিল ইসলামপুর শহরেরই শিবডাঙি পাড়া এলাকার বাসিন্দা সোমা মণ্ডল নামে ৮ বছরের এক বালিকা৷ বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর৷ ওই বালিকা ছাড়াও টোটোয় বসে থাকা শম্ভু বিশ্বাস নামে ২২ বছর বয়সি এক যুবকেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়৷ তাঁর বাড়ি গোয়ালপোখোর থানার নন্দঝাড় এলাকায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্থানীয়দের অভিযোগ, বাস স্ট্যান্ড থেকে বেরনোর সময় প্রায়শই রেষারেষি করে বেসরকারি বাসগুলি৷ যার জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল৷ অভিযুক্ত দুই চালকের খোঁজ শুরু করেছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident: দুই বাসের রেষারেষি, ইসলামপুরে যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে গেল বাস! শিশুকন্যা সহ মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল