TRENDING:

Accident: দুই বাসের রেষারেষি, ইসলামপুরে যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে গেল বাস! শিশুকন্যা সহ মৃত ২

Last Updated:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস স্ট্যান্ড থেকে কার বাস আগে বেরোবে তা নিয়েই দুই চালকের মধ্যে বচসা শুরু হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চঞ্চল মোদক, ইসলামপুর: বাস স্ট্যান্ড থেকে বেরনোর সময়ই রেষারেষি, তার থেকে বচসা৷ যার জেরে একটি বাসে উঠে স্টিয়ারিং ঘুরিয়ে দিলেন অন্য বাসের চালক৷ মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে টোটো এবং যাত্রী প্রতীক্ষালয়ে বসে থাকা যাত্রীদের পিষে দিল সেই বেসরকারি বাস৷
যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে যায় একটি বাস৷
যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে যায় একটি বাস৷
advertisement

শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপপের ইসলামপুর বাস টার্মিনাসে৷ এই ঘটনায় এক শিশুকন্যা এবং এক যুবকের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী৷ ইসলামপুর মহকুমা হাসপাতালে আহত যাত্রীদের চিকিৎসা চলছে৷ ঘটনার পর দুটি বাসকেই আটক করেছে পুলিশ, যদিও অভিযুক্ত দুই চালক পলাতক৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস স্ট্যান্ড থেকে কার বাস আগে বেরোবে তা নিয়েই দুই চালকের মধ্যে বচসা শুরু হয়৷ একটি বাসের চালক এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দ্বিতীয় বাসটির চালক বাধা দেওয়ার চেষ্টা করেন৷ নিজের বাস ছেড়ে দ্বিতীয় বাসে উঠে এসে স্টিয়ারিং ঘুরিয়ে দেন দ্বিতীয় বাসটির চালক৷ যার জেরে নিয়ন্ত্রণ হারায় চলন্ত বাসটি৷ মুহূর্তের মধ্যে প্রথমে বাস স্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে থাকা একটি টোটোয় ধাক্কা মেরে যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে যায় ওই বাসটি৷

advertisement

আরও পড়ুন: গণধর্ষণ করে মুখে ঢালা হয় বিষ, মৃত্যুর আগে ছেলেকে সব বলে গেলেন বাংলাদেশের সংখ্যালঘু গৃহবধূ

সেই সময় যাত্রী প্রতীক্ষালয়ে ছিলেন বেশ কয়েকজন যাত্রী৷ তাঁদের মধ্যে ছিল ইসলামপুর শহরেরই শিবডাঙি পাড়া এলাকার বাসিন্দা সোমা মণ্ডল নামে ৮ বছরের এক বালিকা৷ বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর৷ ওই বালিকা ছাড়াও টোটোয় বসে থাকা শম্ভু বিশ্বাস নামে ২২ বছর বয়সি এক যুবকেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়৷ তাঁর বাড়ি গোয়ালপোখোর থানার নন্দঝাড় এলাকায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

স্থানীয়দের অভিযোগ, বাস স্ট্যান্ড থেকে বেরনোর সময় প্রায়শই রেষারেষি করে বেসরকারি বাসগুলি৷ যার জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল৷ অভিযুক্ত দুই চালকের খোঁজ শুরু করেছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident: দুই বাসের রেষারেষি, ইসলামপুরে যাত্রী প্রতীক্ষালয় ভেঙে ঢুকে গেল বাস! শিশুকন্যা সহ মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল