TRENDING:

Taj Mahal: উল্টো তাজমহল দেখেছেন? আছে কিন্তু বাংলাতেই, ছুটিতে ঢুঁ মারুন সঙ্গীকে নিয়ে, না দেখলে বড় মিস!

Last Updated:

Taj Mahal: ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য এবার বিশেষ আকর্ষণ উল্টো তাজমহল। এবার ডুয়ার্সে এলেই দেখা মিলবে উল্টো তাজমহলের। নতুন বছরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে উল্টো তাজমহল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধূরী, বানারহাট: ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য এবার বিশেষ আকর্ষণ উল্টো তাজমহল। এবার ডুয়ার্সে এলেই দেখা মিলবে উল্টো তাজমহলের।নতুন বছরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে উল্টো তাজমহল। শুনতে অবাক লাগলেও এমনই আশ্চর্যজনক অসাধ্যকে সাধ করে দেখালেন ডুয়ার্সের এক পর্যটন ব্যবসায়ী।
News18
News18
advertisement

সামনেই বড়দিন তারপরেই নতুন বছর আর এই সময়টাতে পর্যটকদের ভিড় বেড়ে যায় ডুয়ার্সে । তাই পর্যটকদের আকর্ষিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে পর্যটন ব্যবসায়ী শেখ জিয়াউর রহমান। বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায় জঙ্গলে ঘেরা ডায়না নদীর ধারে অবস্থিত ডুয়ার্স ফার্মসিটি পর্যটন কেন্দ্র। যেখানে পর্যটকরা এলে ডুয়ার্স এয়ারলাইন্সের প্লেনে চড়ে দেখতে পাবেন উল্টো তাজমহল সেই সঙ্গে মিশরের পিরামিড।

advertisement

আরও পড়ুন-কফিনে শেষ পেরেক? ঐশ্বর্য-অভিষেকের সঙ্গে আরাধ্যার স্কুলে ছুটলেন অমিতাভ, আসল ঘটনা জানলে রাতের ঘুম উড়বে

এখন থেকে পর্যটকরা এখানে ঘুরতে এলেই উল্টো বাড়ি দেখার পাশাপাশি উল্টো তাজমহলের সামনে সেলফি তোলার সুযোগ পাবেন। এর আগে পর্যটকদের টানতে করা হয়েছিল উল্টো বাড়ি যা উত্তরবঙ্গে পর্যটকদের মধ্যে দারুণ সারা ফেলেছিল। এবার উল্টো তাজমহল ও ব্যাপক সারা ফেলবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ী শেখ জিয়াউর রহমান।

advertisement

আরও পড়ুন-বিয়ে না করেই প্রেগন্যান্ট, সময় পেয়েছিলেন মাত্র ৭২ ঘণ্টা, যা কাণ্ড করেছিলেন নায়িকা…, জানলে শিউরে উঠবেন

এই পর্যটনকেন্দ্রে পর্যটকদের জন্য করা হয়েছে , ওয়েবপুল , বাচ্চাদের জন্য করা হয়েছে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম এবং বিভিন্ন পশু পাখির মূর্তিও তৈরি করা হয়েছে। যা পর্যটকদের আনন্দ দেবে বলেই দাবি পর্যটন কেন্দ্রের কর্ণধরের। এখানে পর্যটকরা চাইলে পিকনিক ও করতে পারবেন সেই সুযোগ ও রয়েছে, রয়েছে রাত্রিযাপনের ব্যবস্থা ও পাশেই রয়েছে ডায়না নদী আর তার গা ঘেষে রয়েছে ডায়না জঙ্গল। সেই নদীতে পা দোলাতে দোলাতে পিকনিকের আমেজ নিতে পারবেন পর্যটকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘুরতে আসা পর্যটক বিপ্লব বর্মন বলেন, আমি এখানে এসে নিজেই অবাক হয়ে গেছি দেখছি তাজমহল পুরো উল্টো। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না এ আমি কি দেখছি। জীবনে প্রথম এই উল্টো তাজমহল দেখলাম। এখানে দেখছি একটি ঘরও রয়েছে উল্টো। একটি বড় প্লেনও বানানো হয়েছে যা দেখে খুব ভাল লাগলো, মনে হচ্ছে পয়সা উসুল।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Taj Mahal: উল্টো তাজমহল দেখেছেন? আছে কিন্তু বাংলাতেই, ছুটিতে ঢুঁ মারুন সঙ্গীকে নিয়ে, না দেখলে বড় মিস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল