বিভিন্ন দেশের ভাষাভাষীর বিখ্যাত লেখকদের সঙ্গে আলোচনা বা গবেষণা প্রজেক্টের কাজ করবেন সৌভিক দে সরকার। এই বছর সেপ্টেম্বর ও অক্টোবর নাগাদ লেখকদের নিয়ে প্রজেক্টের কাজ চলবে নিউ ইয়র্কে। তিনি এর আগে নামী পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি আলিপুরদুয়ার শহরের গোবিন্দ হাই স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবে কাজ করছেন। সৌভিক দে সরকার জানান, ‘‘গবেষণামূলক কাজ আমার প্রথম থেকে পছন্দ। অনলাইনে এই সংস্থার পক্ষ থেকে রিসার্চ পেপার জমা দিতে বলেছিল। আমিও দিয়েছিলাম, তারপর এই খবর শুনলাম। আশা রাখি এরপর আমার মত অনেকেই আলিপুরদুয়ার থেকে গবেষণামূলক কাজে যোগ দেবে।”
advertisement
শিক্ষক সৌভিক দে সরকার যে প্রজেক্টের উপর কাজ করতে বিদেশে পাড়ি দিচ্ছেন, তা তামিল লেখকদের নিয়ে। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ চলার সময় অনেক তামিল লেখক দেশ ছাড়া হন। তারা এখন কোথায় আছেন? তা অনেকের জানা নেই। শ্রীলঙ্কার পরিস্থিতি, তামিল লেখকদের সাহিত্য নিয়ে তাঁর পর্যালোচনা চলবে।