TRENDING:

Indian Railway: ট্রেনের চালক-সহকারী চালকের জায়গা ফাঁকা..অথচ দীর্ঘদিন নিয়োগ নেই! দীর্ঘ ডিউটি, কাজের চাপ প্রভাব ফেলছে না তো পরিষেবায়?

Last Updated:

গত সোমবারই রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ পিছন থেকে মালগাড়ি সজোরে ধাক্কা মারলে লাইনচ্যুত হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনের ২টি বগি৷ ঘটনায় মালগাড়ির চালক, এক্সপ্রেস ট্রেনের গার্ড-সহ ১১ জনের মৃত্যু হয়েছে৷  সিগন্যালে গন্ডগোল না মানুষের ত্রুটি, ঘটনার পিছনে কী কারণ, জানতে শুরু হয়েছে তদন্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি। উত্তর পূর্ব সীমান্ত রেলে একের পর এক দুর্ঘটনা। যদিও চালক, সহকারী চালকদের নিয়োগ নেই। দীর্ঘ ডিউটি বা কাজের চাপ তা নিয়ে বিস্তর অভিযোগ লোকো পায়লটদের মধ্যে। পরিসংখ্যান বলছে উত্তর পূর্ব সীমান্ত রেলে চালক, সহকারী চালক ফাঁকা প্রায় ১৯.৬%৷ তাহলে, কবে হবে নিয়োগ? প্রশ্ন তুলছে রেল ইউনিয়নগুলো।
advertisement

গত সোমবারই রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ পিছন থেকে মালগাড়ি সজোরে ধাক্কা মারলে লাইনচ্যুত হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনের ২টি বগি৷ ঘটনায় মালগাড়ির চালক, এক্সপ্রেস ট্রেনের গার্ড-সহ ১১ জনের মৃত্যু হয়েছে৷  সিগন্যালে গন্ডগোল না মানুষের ত্রুটি, ঘটনার পিছনে কী কারণ, জানতে শুরু হয়েছে তদন্ত৷

আরও পড়ুন: ঘোষণা করা হয়েছিল সহকারি চালক মারা গেছেন, এখন হাসপাতালের বেড থেকে তাঁর প্রশ্ন, ‘ড্রাইভার সাব ক্যায়সা হ্যায়’!

advertisement

এক নজরে দেখে নেওয়া যাক পরিসংখ্যান উত্তর পূর্ব সীমান্ত রেলের –

কাটিহার ডিভিশন – ১১৬৩ হতে হবে। কিন্তু আছে ৯৯৫ জন। ১৬৮ জন লোকো পাইলট কম। যা ১৪.৪% কম

এনজেপি, মালদা, কাটিহার এখানে আছে তিনটে ক্রু লবি।

আলিপুরদুয়ার – ৬৫১ লোকো পাইলট চাই। আছে ৬১৭ জন। ৩৪ জন কম। ৫.২% কম আছে।

advertisement

রঙ্গিয়া – ৬১৪ জন হতে হবে। ৫৭৯ আছে। ৩৬ জন কম আছে, যা ৫.৭% কম।

আরও পড়ুন: আপনার পাতে কি বার বার চুল পড়ে? জানেন এটা কিসের ইঙ্গিত…গোটা বিষয়টা জানালেন জ্যোতিষ বিশেষজ্ঞ

লামডিং – ১১৬৪ জন হতে হবে। ৭৪২ জন আছে। ৪২২ জন কম যা ৩৬.৩% কম।

তিনসুকিয়া – ৩২১ জন হতে হবে। এখন আছে ২১৩ আছে। ১০৮ জন কম যা ৩৩.৬% কম

advertisement

গোট উত্তর পূর্ব সীমান্ত রেলে দরকার ৩৯১৩ জন। আছে ৩১৪৬ জন। কম আছে ৭৬৭ জন। যা ১৯.৬% কম।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railway: ট্রেনের চালক-সহকারী চালকের জায়গা ফাঁকা..অথচ দীর্ঘদিন নিয়োগ নেই! দীর্ঘ ডিউটি, কাজের চাপ প্রভাব ফেলছে না তো পরিষেবায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল