Kanchanjungha Express Accident: ঘোষণা করা হয়েছিল সহকারি চালক মারা গেছেন, এখন হাসপাতালের বেড থেকে তাঁর প্রশ্ন, 'ড্রাইভার সাব ক্যায়সা হ্যায়'!
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Kanchanjungha Express Accident: মালগাড়ির সহকারী চালক জীবিত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।
শিলিগুড়ি : শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি মালগাড়ির সহকারি চালক। হাসপাতালে ভর্তি মনু কুমার। সম্প্রতি ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ধাক্কার অভিঘাতে মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যান। এই অবস্থায়, দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসাবে রেলের তরফে, মালগাড়ির চালকের বিরুদ্ধে সিগনাল না মানার অভিযোগ করা হচ্ছে।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল তার চালক ও সহকারী চালক দুজনেই মারা গেছে বলে গতকাল জানানো হয়েছিল রেলবোর্ডের তরফে। তবে মঙ্গলবার সন্ধ্যায় একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে, মালগাড়ির সহকারী চালক জীবিত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর মাথায় গুরুতর চোট রয়েছে। বর্তমানে তিনি ওই বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।
advertisement
আরও পড়ুন – Helmet Use: ‘চোখে আঙুল দাদা’- গায়ে নামাবলী, মাথায় হেলমেট, সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছেন পুরুত মশায়
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিয়োয় দুর্ঘটনার পর তাঁর প্রথম প্রতিক্রিয়া মিলেছে । মনু কুমার জিজ্ঞেস করেন, “ড্রাইভার সাব ক্যায়সে হ্যয় (চালক কেমন আছেন) ৷” যদিও তাঁকে মালগাড়ির চালকের মৃত্যুর খবর জানানো হয়নি ৷ তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ । বাড়ির লোককে দুর্ঘটনার খবর দিতে চান না তিনি ৷ খুব বেশি কথা বলতে পারছেন না মনু । তবে এই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি লোকাল18 বাংলা ৷
advertisement
কেন হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ? কী করে এক লাইনে চলে এল দু’টি ট্রেন ? কী করেই বা মালগাড়িটি সজোরে ধাক্কা মারল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ? এসবেরই উত্তর খুঁজছেন রেলওয়ে সেফটির আধিকারিকরা ।তবে এই গোটা ঘটনার একমাত্র সাক্ষী মালগাড়ির সহকারী চালক মনু কুমার । এখন একমাত্র তিনি পারেন এর রহস্য উন্মোচন করতে । কিন্তু তিনিও এখন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।
advertisement
Anirban Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2024 5:56 PM IST