TRENDING:

Indian Railways: 'স্বপ্নো কি রানি...'! কত চড়াই-উৎরাই পেরিয়ে চলছে টয় ট্রেন, ইতিহাস ১২৫ বছরের

Last Updated:

Indian Railways: আইকনিক হেরিটেজ ইঞ্জিন নিয়ে আবেগপ্রবণ DHR। পূর্ণ হল ১২৫ বছর। টয় ট্রেন দেখলেই যেন মন ভাল হয়ে যায়, আর চড়লে তো কথাই নেই...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: কখনও পাহাড়ি বাঁকে, কখনও আবার জঙ্গল ভেদ করে ছুটে চলা। তার টানেই দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। আইকনিক সেই বাষ্পচালিত ইঞ্জিনের ১২৫ বছর। কত ঘটনার সাক্ষী সে। কত ধরনের অভিজ্ঞতা তাকে নিয়েও। দার্জিলিং-এর লিজেন্ডারি স্টিম লোকোমোটিভ নং. ৭৮২বি-এর পরিষেবার ১২৫ বছর পূর্ণ।
* ১২৫ বছর ধরে চড়াই উৎরাই পেরিয়ে এগোচ্ছে স্টিম লোকোমোটিভ
* ১২৫ বছর ধরে চড়াই উৎরাই পেরিয়ে এগোচ্ছে স্টিম লোকোমোটিভ
advertisement

ভারতবর্ষের সমৃদ্ধ রেলওয়ে ঐতিহ্যের প্রতি একটি উল্লেখনীয় শ্রদ্ধাঞ্জলি দিয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) বৃহস্পতিবার লিজেন্ডারি বি ক্লাস স্টিম লোকোমোটিভ নং. ৭৮২বি-এর নিরবিচ্ছিন্ন পরিষেবার ১২৫তম বছর উদযাপন করেছে। রেলওয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মাননীয় ড. সি.এম. রমেশ এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব দ্বারা ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, আইকনিক ঘুম রেলওয়ে স্টেশন থেকে একটি বিশেষ ঐতিহ্যবাহী স্টিম ট্রেনকে আনুষ্ঠানিকভাবে পতাকা নাড়িয়ে শুভ সূচনা করা হয়।

advertisement

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! মায়ের কথাতেই ছাদনাতলায় ‘নাড়ু’, পাত্রী রিঙ্কু কে?

যাঁরা দীর্ঘদিন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সদস্য, তাঁরা বলছেন, এই অনুষ্ঠানটি ইতিহাস, ইঞ্জিনিয়ারিং এবং সংস্কৃতির একটি প্রাণবন্ত উদযাপন ছিল। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখতে সাংসদ এবং রেলওয়ের বরিষ্ঠ আধিকারিকের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিরা ঘুম স্টেশনে একত্রিত হন। দার্জিলিং-এর পাহাড়ি এলাকার ঐতিহ্যবাহী সঙ্গীত এবং লোকনৃত্য সমন্বিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রমটি একটি উৎসবে পরিণত করে।

advertisement

আরও পড়ুন: UPSC’র NDA পরীক্ষায় দেশের সেরা বাংলার ইমন, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা! ভবিষ্যতে কী ইচ্ছে বাঙালি ছেলের? জানলে গর্ব হবে

স্মারক কার্যক্রমের অংশ হিসাবে, সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা ঘুমের রেলওয়ে সংগ্রাহলয় পরিদর্শন করেন, যেখানে তাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দ্বারা বর্তমানের পুনরুদ্ধার এবং সংরক্ষণ প্রচেষ্টা সম্পর্কে অবগত করা হয়। কমিটি এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি সংরক্ষণে জড়িত উৎসর্গ এবং কারুকার্যের প্রশংসা করেছে। শার্প, স্টুয়ার্ট অ্যান্ড কোং দ্বারা ১৯০০ সালে নির্মিত বি ক্লাসলোকোমোটিভ নং. ৭৮২বি, পূর্ব হিমালয়ের ন্যারো গেজ ট্র্যাকে যাত্রা করে চলেছে৷

advertisement

১২৫ বছরের নিরবিচ্ছিন্ন পরিষেবার সঙ্গে, লোকোমোটিভটি ব্রিটিশযুগের রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এবং ভারতীয় রেলওয়ের স্থায়ী উত্তরাধিকারের জীবন্ত প্রতীক।  এই ঐতিহাসিক সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার সাথেসাথে এর সাংস্কৃতিক ও প্রযুক্তিগত ঐতিহ্য সংরক্ষণের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, হেরিটেজ এই ইঞ্জিনের ব্যাপারে তাঁরাও চান মানুষ আরও বেশি করে জানুক।

advertisement

আবীর ঘোষাল 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: 'স্বপ্নো কি রানি...'! কত চড়াই-উৎরাই পেরিয়ে চলছে টয় ট্রেন, ইতিহাস ১২৫ বছরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল