Bengal Education: UPSC'র NDA পরীক্ষায় দেশের সেরা বাংলার ইমন, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা! ভবিষ্যতে কী ইচ্ছে বাঙালি ছেলের? জানলে গর্ব হবে

Last Updated:

Bengal Education: ইউপিএসসি-র ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) থেকে প্রথম হয়েছেন রাজ্যের ইমন ঘোষ, আগামী দিনে তার ইচ্ছে জানলে অবাক হবেন!

+
ইমন 

ইমন 

বীরভূম: দু’চোখে যদি স্বপ্ন থাকে আর মনের মধ্যে থাকে অদম্য ইচ্ছে, তবে কোনও বাধা আপনাকে থামাতে পারবে না। বোলপুরের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এক অসাধারণ কৃতিত্বের গল্পের নায়কের নাম হল ইমন ঘোষ।
সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি (NDA) অর্থাৎ এনডিএ ২০২৪ পরীক্ষায় সর্বভারতীয় প্রথম স্থান অর্জন করেছে ইমন। তার বাবা উজ্জ্বল কুমার ঘোষ একজন প্রাক্তন সেনাকর্মী, মা গৃহবধূ। ছোটবেলা থেকেই ইউনিফর্মের প্রতি গভীর টান ছিল বাঙালি ছেলে ইমনের। সেই টান আজকে যেন রূপ নিল লক্ষ্য এবং স্বপ্নপূরণের দিকে।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! মায়ের কথাতেই ছাদনাতলায় ‘নাড়ু’, পাত্রী রিঙ্কু কে?
স্বপ্নকে বাস্তবায়িত করতে হরিয়ানা সৈনিক স্কুল থেকে দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে ভর্তি হয় ইমন। সেখানেই দ্বাদশ শ্রেণীর পাঠ শেষ করে। ইমনের এই সাফল্যের কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমি আনন্দিত ও গর্বিত। বীরভূমের ছেলে ইমন ঘোষ ইউপিএসসি দ্বারা পরিচালিত ২০২৪ সালের জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে। তিনি আমাদের সকলকে গর্বিত করেছেন। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ থেকে কেউ এই তালিকার শীর্ষে জায়গা করে নিতে পারেননি। তাই তিনি বাকি পরীক্ষার্থীদের জন্য আদর্শ হয়ে উঠেছেন৷”
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: ‘দিলীপ আমার উপযুক্ত’! কীভাবে রিঙ্কু-দিলীপের পরিচয়? কে কাকে বিয়ের প্রস্তাব দেন? রইল এক্সক্লুসিভ সাক্ষাৎকার
ইমনের বাবা-মায়ের কাছ থেকে জানা যায়, একদম ছোট থেকে সেনার উচ্চপদস্থ আধিকারিকদের দেখে এনডিএ পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় ইমন। সেই অনুযায়ী প্রস্তুতি নিতেও শুরু করে। প্রথমবার ইউপিএসসি-র জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি ও নেভাল অ্যাকাডেমির পরীক্ষায় (II) বসে ইমন। প্রথমবারই ১৮০০-র মধ্যে ১০৮৪ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় এবং দেশের মধ্যে শীর্ষ স্থান অর্জন করে বাংলার তরুণ।
advertisement
ইমনের বাবা-মা জানিয়েছেন, ছেলে একজন ফ্লাইং অফিসার হিসাবে বায়ুসেনায় যোগ দিতে চায় ৷ ইমনের এই সাফল্যে খুবই খুশি তার পরিবারের লোকজন, ঠিক একইরকম গর্বিত পাড়া-প্রতিবেশী থেকে গোটা বীরভূম। ইমনের বাবা বলেন, ‘আমিও চেয়েছি আমার ছেলে উচ্চাধিকারিক হোক এবং দেশের সেবা করুক। সেই পথেই এগোচ্ছে ইমন।’
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bengal Education: UPSC'র NDA পরীক্ষায় দেশের সেরা বাংলার ইমন, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা! ভবিষ্যতে কী ইচ্ছে বাঙালি ছেলের? জানলে গর্ব হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement