TRENDING:

Indian Railways: বিরাট সিদ্ধান্ত রেলের, উত্তরবঙ্গের জন্য বিপুল বাড়তে চলেছে ট্রেন সংখ্যা? শুরু কাউন্টডাউন

Last Updated:

Indian Railways: বাড়বে ট্রেনের গতি, বাড়বে ট্রেন চলাচলের সংখ্যা৷ ট্রেন সংখ্যা বৃদ্ধিরও আশা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডিমাপুর: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কাটিহার ডিভিশনের অন্তর্গত ধূমডাঙ্গী-তিনমাইল হাট-মঙ্গুরজান সেকশনে, প্যানেল ইন্টারলকিং সিস্টেম প্রতিস্থাপন করে সফলভাবে দ্বিতীয় অটোমেটিক ব্লক সিগনালিং সিস্টেম চালু করে।
ট্রেনের ফাইল ছবি
ট্রেনের ফাইল ছবি
advertisement

অটোমেটিক সিগনালিং সিস্টেম চালু হওয়া সেকশনটিতে ১৫ কিলোমিটার এলাকার ট্র্যাক আওতাভুক্ত করা হয়েছে, নিউ জলপাইগুড়ি ইয়ার্ড হয়ে আমবাড়ি ফালাকাটা থেকে ৫৬ কিলোমিটার সেকশন এই আপগ্রেডেড ব্যবস্থার দ্বারা তৈরি হয়েছে। অটোমেটিক ব্লক সিগনালিং সিস্টেমটি ট্রেন চলাচলের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনায় সাহায্য করে, যার ফলে পরিবহণ দক্ষতার উন্নতিসাধন হয় এবং এই সিস্টেম স্থাপন করা অঞ্চলের মধ্যে ট্রেনের দ্রুত পরিচালনা নিশ্চিত করে।

advertisement

আরও পড়ুন: বলুন তো বাসের গায়ে চালকের দরজায় কেন পাইলট লেখা থাকে?

অটোমেটিক সিগনালিং সিস্টেম লাইনের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করে যাতে একই সেকশনে অধিক ট্রেন পরিচালনা করা যায়। ধূমডাঙ্গী-তিনমাইল হাট-মঙ্গুরজান সেকশনটিতে সুপারভাইজার ট্র্যাক সেকশন রিসেটিং সহ ৯৮টি মাল্টি সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টারের পাশাপাশি ০৩ অটো হাট-এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, অটোমেটিক সিগনালিং সেকশনের মধ্যে আগমন ও প্রস্থানের সময় ট্রেনের চলাচল স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার জন্য ১৭টি চার এসপ্যাক্ট অটো সিগনালের ব্যবস্থা প্রদান করা হয়েছে। এন. এফ. রেলওয়ের এই সেকশনে বাস্তবায়িত হওয়া ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমটিতে হট স্ট্যান্ডবাই সিস্টেম সহ প্রতিটি অটো হাট-এ লজিক টেকনোলজি রয়েছে।

advertisement

আরও পড়ুন: যখন-তখন ওজন মাপছেন? ভুল করছেন, জানুন দিনের কোন সময় সঠিক ওজন বলে

অটো হাট থেকে ইউনিভার্সেল-ফেইল-সেফ-ব্লক-ইন্টারফেস ব্যবহার করে ফেইল-সেফ-ইন্টারফেস অব ডেটার ব্যবস্থাও এই সিস্টেমে থাকবে।  হাট-এ বাধাহীন পাওয়ার সাপ্লাইয়ের জন্য ২০০ এএইচ ব্যাটারি ব্যাংকের মিনি ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই সিস্টেম স্থাপন করা হয়েছে। স্ট্যান্ডবাই ভিডিও ডিসপ্লে ইউনিটের সাথে অটো হাট ও সংলগ্ন স্টেশনগুলির মধ্যে নন-ভাইটাল ইন্টারফেসের জন্য এনভি এমইউএক্স ব্যবস্থাও করা হয়েছে। সেকশনটিতে অন্যান্য সমস্ত ব্যবস্থার পাশাপাশি অটোমেটিক সিগনাল অ্যান্ড অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম সহ ০৮টি লেভেল ক্রসিং গেটের ইন্টারলকিং স্থাপন করা হয়েছে।

advertisement

অটোমেটিক সিগনালিং সিস্টেম ইতিমধ্যে ভারতীয় রেলওয়ের বেশি ট্র্যাফিক থাকা সেকশনগুলিতে উন্নত সুরক্ষা ও দক্ষতা সহ সফলভাবে কাজ করছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, যানজটপূর্ণ সেকশনগুলিতে অধিক ট্রেন পরিচালনার সুবিধার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এই নতুন আপগ্রেডেড অটোমেটিক ব্লক সিগনালিং সিস্টেমের দ্বারা বিদ্যমান সিগনালিং সিস্টেম আপগ্রেড করার পরিকল্পনা করেছে।

advertisement

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: বিরাট সিদ্ধান্ত রেলের, উত্তরবঙ্গের জন্য বিপুল বাড়তে চলেছে ট্রেন সংখ্যা? শুরু কাউন্টডাউন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল