পথ চলতি মানুষ থেকে শুরু করে প্রাতঃভ্রমণকারী বা সন্ধ্যায় নদীর ধারে যারা ভ্রমণ করতে যান তাদের সুবিধার জন্য কিছু বসার কংক্রিটের চেয়ার, লাইট ও বৃক্ষরোপণ সহ একাধিক সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হয়েছিল পুরসভার পক্ষ থেকে। কাজ শুরুর প্রতিশ্রুতি নেওয়া হলেও দীর্ঘদিন ধরে সেই কাজ অসমাপ্ত হয়ে পড়ে আছে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছে। যেটুকু সৌন্দর্যায়নের জন্য তৈরি করা হয় তার অবস্থাও বড্ড বেহাল।
advertisement
আরও পড়ুন: কদর কমেনি এতটুকুও! তবুও ঠিক এই কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে শোলা শিল্পীদের
পাশাপাশি, সৌন্দর্যায়নের কাজ আজও পর্যন্ত শেষ করা যায়নি। তৈরি হওয়া বসার জায়গাগুলি বর্তমানে নোংরা আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছে। আবর্জনার স্তূপে ভরে যাওয়ায় প্রতিনিয়ত ডেঙ্গির আশঙ্কাও বাড়ছে। বর্তমানে সেগুলি আত্রেয়ির প্রাকৃতিক শোভা বৃদ্ধির পথে বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে বলে অনেকের অভিযোগ।সৌন্দর্যের কাজ শুরু করার পর সেই কাজ অসমাপ্ত হয়ে থাকার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, দ্রুত এই সৌন্দর্যায়নের কাজ আবার শুরু করা হোক। হাল ফেরানো হোক শহরের এই বিকল্প রাস্তার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বালুরঘাট পুরসভাতে এরই মধ্যে একাধিকবার প্রশাসক পরিবর্তন হয়েছে। কখনও সরকার মনোনীত প্রশাসক বসানো হয়েছে, কখনও জেলার শীর্ষ আধিকারিকদের প্রশাসনিক পদে বসানো হয়েছে, আবার কখনও নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাজ করেছেন। বর্তমানে নির্বাচিত বোর্ড কাজ করছে। কিন্তু বাঁধের সৌন্দর্যায়ন বা বাঁধের রাস্তার কোন হাল ফেরেনি, বরং যত দিন গেছে বেহাল দশা হয়েছে নদীর সৌন্দর্যায়নের। কাজ অর্ধ সমাপ্ত রেখেই প্রকল্প বন্ধ করেছে পুরসভা বলে অভিযোগ। যেটুকু কাজ হয়েছিল তার রক্ষণাবেক্ষণেও উদাসীন পুরসভা।
সুস্মিতা গোস্বামী





