TRENDING:

বিপাকে শিলিগুড়ির ব্যবসায়ী! আবাসন ও গোডাউনে চলছে আয়কর অভিযান, ভিন রাজ্যের সম্পত্তিতেও হানা

Last Updated:

একযোগে ওই ব্যবসায়ীর ভিন রাজ্যের প্রপার্টিতেও চলছে আয়কর হানা। ওই ব্যবসায়ীর কর্মীদের জেরা চালাচ্ছেন আয়কর কর্তারা। সূত্রের খবর, পটনা থেকে আয়করের দফতরের কর্তারা অভিযান চালাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: বিহারের কিসানগঞ্জের ব্যবসায়ীর অফিস, হোটেল, চা ফ্যাক্টরিতে হানা দিল আয়কর। একইভাবে শিলিগুড়ির খালপাড়ার নেহরু রোডে ওই ব্যবসায়ীর আবাসন ও গোডাউনে চলছে আয়কর অভিযান। সঙ্গে রয়েছে আধাসেনাও। একযোগে ওই ব্যবসায়ীর ভিন রাজ্যের প্রপার্টিতেও চলছে আয়কর হানা। ওই ব্যবসায়ীর কর্মীদের জেরা চালাচ্ছেন আয়কর কর্তারা। সূত্রের খবর, পটনা থেকে আয়করের দফতরের কর্তারা অভিযান চালাচ্ছে।
News18
News18
advertisement

সম্প্রতি পোল্ট্রি, খাদ‍্যপ্রক্রিয়াকরণ-সহ একাধিক সংস্থার নামে ব‍্যাঙ্ক থেকে ঋণ নিয়ে প্রতারণা করে ইডি জালে ধরা পড়ে ব‍্যবসায়ী হরিশ বাগলা। অভিযোগ, নিজের ও স্ত্রীর নামে ব‍্যাঙ্ক থেকে ১৯০ কোটি টাকার বেশি ঋণ নেন তিনি। Amrit feeds limited-সহ প্রায় ৩০ টি সংস্থার হদিশ মিলেছে। যে সংস্থাগুলোর নামে ঋণ তুলে প্রতারণা করেছেন এই ব‍্যবসায়ী। ব‍্যাঙ্কের তরফে অভিযোগ হয়েছিল, তারই তদন্তে নামে ইডি। তারপরেই যশোর রোডে অভিজাত আবাসন থেকে গ্রেফতার হন। একদিনের ইডি হেফাজতের নির্দেশ ব‍্যাঙ্কশাল কোর্টের মুখ‍্য বিচারকের।

advertisement

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ, পুরনো চাকরি ফিরে পাচ্ছেন ৪২০০ চাকরিহারা! ছাড়পত্র শিক্ষা দফতরের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিযোগ, ১০২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন ভুয়ো সংস্থার নামে খোলা হয়েছে। যেখানে হরিশ বাগলা নিজের পরিচিতদের ডিরেক্টর বা ম্যানেজার করে রেখেছেন। এই সংস্থাগুলোর নামে ব‍্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই টাকা অন‍্যত্র সম্পত্তি কেনার ক্ষেত্রে লগ্নি হয়েছে বলে খবর। ৮০টি সম্পত্তির ডিড পাওয়া গেছে। যেগুলো ভুয়ো সংস্থার নামে কেনা হয়েছে। যার আসল মালিক হরিশ। তারপরে ফের একই ঘটনা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিপাকে শিলিগুড়ির ব্যবসায়ী! আবাসন ও গোডাউনে চলছে আয়কর অভিযান, ভিন রাজ্যের সম্পত্তিতেও হানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল