আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচন ২০১৮ : রবিবারে মনোনয়ন নেই, আছে রবিবাসরীয় অশান্তি
একদা মুর্শিদাবাদ কংগ্রেসের রবীনহুড তথা বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চোধুরির খাশ তালুকেও যেন কংগ্রেস আজ নিভু নিভু । শুধুমাত্র অধীরের লোকসভা কেন্দ্র বহরমপুরই নয় সমগ্র মুর্শিদাবাদ জুড়েই পঞ্চায়েত ভোটে সব কটি বুথে প্রার্থী ঘোষণাই সব থেকে বড় চ্যালেঞ্জের কাজ হয়ে দাঁড়িয়েছে ।
advertisement
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই ধুঁকছে কংগ্রেস । বহরমপুর, কান্দি, ডোমকল, জঙ্গিপুর, বড়ঞা সহ সমগ্র মুর্শিদাবাদ জুড়েই চলছে আকাল কংগ্রেস প্রার্থীর । মূলত ৭০ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদের সব কটি আসনে আদৌ কি পারবে কংগ্রেস প্রার্থী দিয়ে তাদের নামের প্রতি সুবিচার করতে ।
আরও পড়ুন : আলোয় ফিরে হাসছে মালদহের গোপালপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা
জেলা কংগ্রেস নেতৃত্ব মনে করছে পর পর দুবার জেলা পরিষদ দখল করলেও এবারে কিন্তু কাজ বেশ কঠিন । কংগ্রেস নেতা হুমায়ুন কবীর বলেছেন প্রতিটি বুথ ধরে ধরে তাঁরা কাজ করছেন । তিনি আশাবাদী কংগ্রেসের ভাল ফল নিয়ে ।
পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার পরেই একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের নামে আসতে থাকে । মুর্শিদাবাদ জেলা পরিষদও দখল করে তৃণমূল কংগ্রেস । আজ পঞ্চায়েত মনোনয়নের শেষ দিন । মনোনয়নের শেষ বেলায় কতখানি জলে উঠতে পারে সেটাই এক দেখার বিষয় ।