TRENDING:

অধীরের জেলাতেও আজ বেশ দুর্বল কংগ্রেস

Last Updated:

এক সময়ে মুর্শিদাবাদ ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি । কিন্তু আজ সে দিন অতীত । ক্রমাগত কংগ্রেসে ভাঙনে শক্তপোক্ত কংগ্রেস যেন আজ জরাজীর্ণ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: এক সময়ে মুর্শিদাবাদ ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি । কিন্তু আজ সে দিন অতীত । ক্রমাগত কংগ্রেসে ভাঙনে শক্তপোক্ত কংগ্রেস যেন আজ জরাজীর্ণ । পঞ্চায়েত নির্বাচনের আর হাতে গোনা কয়েকটি  দিন বাকি । মনোনয়ন পেশ করা এখন সব থেকে কঠিন কাজ ।
advertisement

আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচন ২০১৮ : রবিবারে মনোনয়ন নেই, আছে রবিবাসরীয় অশান্তি

একদা মুর্শিদাবাদ কংগ্রেসের রবীনহুড তথা বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চোধুরির খাশ তালুকেও যেন কংগ্রেস আজ নিভু নিভু । শুধুমাত্র অধীরের লোকসভা কেন্দ্র বহরমপুরই নয় সমগ্র মুর্শিদাবাদ জুড়েই পঞ্চায়েত ভোটে সব কটি বুথে প্রার্থী ঘোষণাই সব থেকে বড় চ্যালেঞ্জের কাজ হয়ে দাঁড়িয়েছে ।

advertisement

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই ধুঁকছে কংগ্রেস । বহরমপুর, কান্দি, ডোমকল, জঙ্গিপুর, বড়ঞা সহ সমগ্র মুর্শিদাবাদ জুড়েই চলছে আকাল কংগ্রেস প্রার্থীর । মূলত ৭০ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদের সব কটি আসনে আদৌ কি পারবে কংগ্রেস প্রার্থী দিয়ে তাদের নামের প্রতি সুবিচার করতে ।

আরও পড়ুন : আলোয় ফিরে হাসছে মালদহের গোপালপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা

advertisement

জেলা কংগ্রেস নেতৃত্ব  মনে করছে  পর পর দুবার জেলা পরিষদ দখল করলেও এবারে কিন্তু কাজ বেশ কঠিন । কংগ্রেস নেতা হুমায়ুন কবীর বলেছেন প্রতিটি বুথ ধরে ধরে তাঁরা কাজ করছেন । তিনি  আশাবাদী কংগ্রেসের ভাল ফল নিয়ে ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার পরেই একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের নামে আসতে থাকে । মুর্শিদাবাদ জেলা পরিষদও দখল করে তৃণমূল কংগ্রেস । আজ পঞ্চায়েত মনোনয়নের শেষ দিন । মনোনয়নের শেষ বেলায় কতখানি জলে উঠতে পারে সেটাই এক দেখার বিষয় ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অধীরের জেলাতেও আজ বেশ দুর্বল কংগ্রেস