পঞ্চায়েত নির্বাচন ২০১৮ : রবিবারে মনোনয়ন নেই, আছে রবিবাসরীয় অশান্তি
Last Updated:
রবিবার ছুটির দিন। মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারও নেই। তবু পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তি এড়ানো গেল না। বারুইপুরে সিপিএম নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে সিপিএম অফিস ভাঙচুরেরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।
#কলকাতা: রবিবার ছুটির দিন। মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারও নেই। তবু পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তি এড়ানো গেল না। বারুইপুরে সিপিএম নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে সিপিএম অফিস ভাঙচুরেরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনটি ঘটনােতই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
advertisement
পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে অশান্তি চলছে প্রতিদিনই। রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল না। তা সত্ত্বেও অবশ্য অশান্তি এড়ানো গেল না।
মাঠপুকুর এলাকায় সিপিএম নেতা আয়ুব আলি লস্করকে গুলি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাজার যাওয়ার সময় রাস্তা আটকে গুলি করা হয় আয়ুবকে। জখম সিপিএম নেতাকে বারুইপুর হাসপাতালে ভরতি করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে গন্ডগোল বাঁধে তৃণমূল কর্মীদের সঙ্গে। তার জেরেই হামলা বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
advertisement
মাইশোরা গ্রামে সিপিএম প্রার্থী বুলটি সিংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়াতেই হামলা বলে অভিযোগ। মিথ্যে অভিযোগ বলে দাবি করেছে তৃণমূল।
advertisement
হরিপুর এলাকায় সিপিএম কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন বিধায়ক মদন বাউড়ি। তাঁর নেতৃত্বেই হামলা হয় বলে অভিযোগ সিপিএমের। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
advertisement
শনিবার মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে দুর্গাপুর মহকুমাশাসকের দফতরের সামনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁধে। বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুইকে ছুরি মারার অভিযোগ ওঠে। রবিবার দুর্গাপুর থানায় বিজেপি অভিযোগ জানাতে যায়। অভিযুক্তদের মধ্যে মেয়র জিতেন্দ্র তিওয়ারির নাম থাকায় পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
view commentsLocation :
First Published :
April 08, 2018 8:14 PM IST