ডুডুয়া, জলঢাকা, রেতি - জলপাইগুড়ির অধিকাংশ নদী থেকে অবাধে বালি ও পাথর তুলে পাচার হচ্ছে। বারবার এক্সক্লুসিভ সেই প্রতিবেদন তুলে ধরেছে নিউজ18 বাংলা। পাচারকারীরা কতটা মরিয়া এবার হাতেনাতেই বুঝলেন ধূপগুড়ির বিএলআরও। বালি বোঝাই ডাম্পার থামাতে যাওয়ায় প্রাণে মারার চেষ্টা হল বিএলআরও’কে। পরপর দু-বার তাঁর গাড়িতে ধাক্কা দেয় ডাম্পার।
বালি পাচার ধরতে অভিযানে জুরাপানি এলাকায় অভিযানে নামেন ধূপগুড়ির বিএলআরও। বালি বোঝাই ডাম্পার দেখে থামতে নির্দেশ দেন
advertisement
কিন্তু থামা দূরে থাক, বিএলআরও’র গাড়িতেই বালিভরতি ডাম্পার ধাক্কা মারে বলে অভিযোগ। গাড়িতে বিএলআরও ও চালক ছাড়াও ছিলেন ভূমি ও রাজস্ব দফতরে কয়েকজন কর্মী। প্রথমবার ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় বিএলআরও-র গাড়ি। তখনই
-ডাম্পারকে তাড়া করার বিএলআরও-র গাড়ির
-সেই ফের পিছন থেকে গাড়িতে ধাক্কা ডাম্পারের
-ডাম্পারের ধাক্কায় জাতীয় সড়ক থেকে ছিটকে যায় গাড়ি
-বেশ কিছুটা দূরে সুপারি গাছে ধাক্কা খায় গাড়িটি
দু-দুবার ধাক্কা মেরে পালালেও শেষরক্ষা হয়নি। ভূতেরহাট এলাকায় স্থানীয়দের হাতে গাড়ি সহ ধরা পড়ে যান চালক। তাঁকে খুনের চেষ্টা হয়েছে বলে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএলআরও।
বালি পাচার রুখতে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থার নির্দেশ দিলেও ছবিটা বদলায়নি। বৃহস্পতিবারও বিএলআরও’কে খুনের চেষ্টার পর ঘটনাস্থলে এলে সাংবাদমাধ্যমকে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ।
এই ঘটনার পরই জেলাজুড়ে বালি পাচার রুখতে ধরপাকড় শুরু হয়েছে। খোদ বিএলআরও’কে খুনের চেষ্টার মতো নজিরবিহীন ঘটনা। এতেই স্পষ্ট পাচারকারীরা কতটা মরিয়া। এইভাবে বালি তোলা চললে বিশাল এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কাও থাকছে।