পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম মহম্মদ মোমিন(২৯) এবং অপরজনের নাম তাজেল হোসেন (২২)। তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়।
আরও পড়ুনঃ পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ডেকে আনলেন ‘বিপদ’! এলাকার বাড়িঘর ভাঙচুর, ধুন্ধুমার কাণ্ড নবদ্বীপে
শনিবার রাতে বৈষ্ণবনগর থানার দেওনাপুর বাবু হাজীটোলা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দু’জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা বেশ কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করেছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি বাংলাদেশি সিম, দু’টি মোবাইল ও বাংলাদেশি ৯৩০ টাকা। তবে কী উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়।
advertisement
অনুপ্রবেশের কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার ধৃত দুই বাংলাদেশিকে মালদহ জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়েছে পুলিশ।
