ইস্টবেঙ্গলে ক্লোজড ডোর। দরজায় তালা। ভেতরে চলছে প্র্যাকটিস। কোচ মর্গ্যানের ফাতোয়ায় মাঠে ঢোকার উপায় নেই সমর্থকদের। ডার্বির আগে লুকনো তাস প্রতিপক্ষকে দেখাতে নারাজ ওয়েডসনদের ব্রিটিশ গুরু। প্র্যাকটিস ম্যাচে নিজের জুনিয়র দলকেই ৩-১ গোলে হারালেন সিনিয়ররা। ওয়েডসন, আনোয়ার আর হাওকিপের গোল। চড়া গরমে ফুটবলারদের তাজা রাখতে বৃহস্পতিবার ছুটি দিয়েছেন ট্রেভর।
বুধবার ছুটি ছিল মোহনবাগানেও। তবে আবাহনীকে হারানোর পরেও বাগান কোচের নজর পাহাড়ে। শিলিগুড়িতে। সঞ্জয় বলছেন, এএফসি নয়.. আই লিগ জিততেই হবে।
advertisement
শুক্রবার প্র্যাকটিসের পর দু’দল উড়ে যাবে শিলিগুড়িতে। পাহাড়ের যুদ্ধে রংবদলের পালা শুরু হয়ে যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2017 8:36 AM IST