এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ বাড়িতে মৃত্যুর খবর আসে। ময়নাতদন্ত শেষে রাত এগারোটা নাগাদ বাড়িতে মৃতদেহ এসে পৌঁছয়। টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানলেন উত্তর মজিদখানা এলাকার গৃহবধূ অনিমা রায়।
advertisement
এদিন অনিমাদেবীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা। পাড়ার গৃহবধূকে শেষবারের মতো দেখার জন্য বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ জনতার ঢল নামে।
প্রসঙ্গত, উত্তর মজিদখানা এলাকার এই গৃহবধূ বাইসনের হামলায় গুরুতর জখম হয়েছিলেন। এরপর প্রায় ৯ দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তবে শেষরক্ষা হল না। বৃহস্পতিবার অনিমাদেবীর এই লড়াই থেমে যায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর পরিবারকে সরকারিভাবে আর্থিক সাহায্য করা হবে। অনিমাদেবীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।