TRENDING:

৯ দিনের লড়াইয়ে ইতি! বাইসনের হামলায় জখম গৃহবধূর মৃত্যু, দশমীর রাতে বাড়ি ফিরল নিথর দেহ

Last Updated:

Bison Attack: এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ বাড়িতে মৃত্যুর খবর আসে। ময়নাতদন্ত শেষে রাত এগারোটা নাগাদ বাড়িতে মৃতদেহ এসে পৌঁছয়। বাইসনের হামলার পর টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর গৃহবধূর মৃত্যু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ বাইসনের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন। ৯ দিনের লড়াই শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গৃহবধূ অনিমা রায়। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ মৃত্যুর খবর আসে, রাত এগারোটা নাগাদ শিলিগুড়ি থেকে উত্তর মজিদখানা এলাকায় মৃতদেহ এসে পৌঁছয়। শোকের ছায়া এলাকায়।
গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়
গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়
advertisement

এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ বাড়িতে মৃত্যুর খবর আসে। ময়নাতদন্ত শেষে রাত এগারোটা নাগাদ বাড়িতে মৃতদেহ এসে পৌঁছয়। ‌টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানলেন উত্তর মজিদখানা এলাকার গৃহবধূ অনিমা রায়।

আরও পড়ুনঃ নারীর সম্মানেই সমাজের পূর্ণতা! দুর্গাপুজোয় ‘নারীশক্তি’ থিমে নজর কাড়ল মেদিনীপুরের ক্লাব, এক ক্লিকে দেখুন মণ্ডপ

advertisement

এদিন অনিমাদেবীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা। পাড়ার গৃহবধূকে শেষবারের মতো দেখার জন্য বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ জনতার ঢল নামে। ‌

প্রসঙ্গত, উত্তর মজিদখানা এলাকার এই গৃহবধূ বাইসনের হামলায় গুরুতর জখম হয়েছিলেন। এরপর প্রায় ৯ দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তবে শেষরক্ষা হল না। বৃহস্পতিবার অনিমাদেবীর এই লড়াই থেমে যায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর পরিবারকে সরকারিভাবে আর্থিক সাহায্য করা হবে। অনিমাদেবীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
৯ দিনের লড়াইয়ে ইতি! বাইসনের হামলায় জখম গৃহবধূর মৃত্যু, দশমীর রাতে বাড়ি ফিরল নিথর দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল