সিসি এফ ভাস্কর জেভি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত হবে। সব পর্যায়ে জিজ্ঞাসাবাদ হবে। অনুমান শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে পর্যটন ব্যাবসায়ীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা চাইছেন বিষয়টি নিয়ে তদন্ত হোক। কেন আগুন লাগল তা খতিয়ে দেখা দরকার।
আরও পড়ুন: আপনার শরীরে আঁচিল আছে? আঁচিল কেন হয় জানেন? মারণরোগের লক্ষণ হতে পারে এটি, সাবধান!
advertisement
১৯৬৭ সালে তৈরি হয় হলং বন বাংলো। তবে শুধু সরকারি কাজে তা ব্যবহৃত হত। পরে ৫টি ঘর নব্বই-এর দশকে ছেড়ে দেওয়া হয় পর্যটকদের জন্য। হলং বন বাংলোতে এলেই দেখা যেত বন্য প্রাণীদের অবিরাম আনাগোনা।
আরও পড়ুন: CAT ছাড়াই MBA! রইল ১৫ পরীক্ষার নাম-পরীক্ষার সময়-কোর্স-কলেজের খোঁজ, জানুন
মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হলং বন বাংলোয়। সম্পূর্ণ বন বাংলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এখনও পর্যন্ত পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান। এদিন সকালে বন কর্তারা পৌঁছেছেন। ডিএফও প্রবীণ কাশোয়ান জানান, “বৈদ্যুতিন গোলযোগে আগুন লেগেছে। একটি এসি ব্লাস্ট হয়। যার কারণে কিছুই বাঁচল না বন বাংলোর। তদন্ত করে ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া হবে।”
Annanya Dey