শকুনটি কখনও কারও বাড়ির চালে, কখনও বা চা বাগানের মাঝে পড়ে যাচ্ছিল। যা দেখে রাস্তার কুকুর শুকুনটিকে মেরে ফেলতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনকর্মীদের। তাঁরা এসে খাঁচাবন্দি করেন সেই হিমালয়ান গ্রীফান প্রজাতির শকুনটিকে।
আরও পড়ুন- লক্ষ্য ১০০ শতাংশ টিকাকরণ, শিলিগুড়িতে চালু হল ‘দুয়ারে ভ্যাকসিন’!
advertisement
এর পর সেটিকে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। বর্তমানে সেখানে রাখা রয়েছে সেই বিরল প্রজাতির শকুনটিকে। পরবর্তীতে বন আধিকারিকরা আলোচনা করে বনদফতর সেটিকে রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রে নিয়ে যেতে পারে। তবে সেটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিন্নাগুরি বন্যপ্রাণীদের রেঞ্জার শুভাশিস রায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2021 12:09 AM IST