TRENDING:

Himalayan Griffon: লোকালয় থেকে উদ্ধার লুপ্তপ্রায় হিমালয়ান গ্রীফান

Last Updated:

Himalayan Griffon: লুপ্তপ্রায় হিমালয়ান গ্রীফন উদ্ধার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাটাগুড়ি: বুধবার বানারহাট ব্লকের গ্যান্দ্রাপাড়া চা বাগানের একটি ঘরের চালে বসে থাকতে দেখা যায় লুপ্তপ্রায় প্রজাতির হিমালায়ান গ্রীফান। এই হিমালয়ান গ্রীফান অর্থাত্ শকুন লুপ্তপ্রায় প্রজাতির। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। লুপ্তপ্রায় প্রজাতির এই শকুনটি কী করে এলো লোকালয়ে এলো তা খতিয়ে দেখছে বন দফতরর।
advertisement

শকুনটি কখনও কারও বাড়ির চালে, কখনও বা চা বাগানের মাঝে পড়ে যাচ্ছিল। যা দেখে রাস্তার কুকুর শুকুনটিকে মেরে ফেলতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনকর্মীদের। তাঁরা এসে খাঁচাবন্দি করেন সেই হিমালয়ান গ্রীফান প্রজাতির শকুনটিকে।

আরও পড়ুন- লক্ষ্য ১০০ শতাংশ টিকাকরণ, শিলিগুড়িতে চালু হল ‘দুয়ারে ভ্যাকসিন’!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

এর পর সেটিকে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। বর্তমানে সেখানে রাখা রয়েছে সেই বিরল প্রজাতির শকুনটিকে। পরবর্তীতে বন আধিকারিকরা আলোচনা করে বনদফতর সেটিকে রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রে নিয়ে যেতে পারে। তবে সেটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিন্নাগুরি বন্যপ্রাণীদের রেঞ্জার শুভাশিস রায়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Himalayan Griffon: লোকালয় থেকে উদ্ধার লুপ্তপ্রায় হিমালয়ান গ্রীফান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল